অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জ্বালানি তেলের ( Fuel Price) দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে । অন্তত ১২ শতাংশ ভাড়া বাড়াল উবার, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর । 



কত ভাড়া বাড়ছে 
বর্ধিত ভাড়া যাবে চালকদের কমিশনে, জানাল উবার কর্তৃপক্ষ। ভাড়া বাড়ানোর জের সরাসরি ভোগ করতে হবে সওয়ারিকে। সেই সঙ্গে চাপের সময়  Surcharges বাড়বে। করোনা কালে যাত্রী সুরক্ষার কথা ভেবেই জানলা খুলে যাত্রার পরামর্শ দিয়েছিল উবার কর্তৃপক্ষ। সেই অনুযায়ী চলছিল। এরপর যখন উবারের বাকি নিয়ম কানুন স্বাভাবিক হল, তখনও এসি চালানোর ক্ষেত্রে রাজি হচ্ছিলেন না চালকরা। তাঁদের অনেকেরই অভিযোগ ছিল, জ্বালানির দামবৃদ্ধির ফলেই তাঁদের রোজগারে কোপ পড়ছে। তাই ইদানীং বারবার অ্যাপ ক্যাব চালকদের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যাচ্ছিল যাত্রীদের। এই সংক্রান্ত ভুরি ভুরি অভিযোগও পাচ্ছিল অ্যাপ ক্যাব সংস্থাটি। তবে এবার ভাড়া বৃদ্ধির পর চালানো হবে এসি, আশ্বাস উবার কর্তৃপক্ষের ।

উবার কর্তৃপক্ষের আশ্বাস, এখনও যদি কেউ এসি চালাতে রাজি না হন, তাহলে অভিযোগ জানালে ব্যবস্থা নেবে সংস্থা। অভিযোগ ঠিক হলে, যাত্রী মোট ভাড়ার ২৫ শতাংশ বা ১০০ টাকা ফেরত পাবেন। আজ থেকেই চালু হবে বর্ধিত ভাড়া।

আরও পড়ুন  :


'পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না' , মনে করছেন অর্থনীতিবিদরা


 বেশি ভাড়া নিচ্ছে বাস
অন্যদিকে, আশঙ্কা সত্যি করে বেশ কিছু বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।  রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে। রাস্তায় নামছে না বহু বাস।  

বাস মালিক সংগঠনের দাবি, সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। বাস মালিক সংগঠন সূত্রে খবর, আগে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার বেসরকারি বাস চলত। এখন সেখানে ২ হাজার বাস চলছে। প্রায় এক তৃতীয়াংশ কমেছে বেসরকারি বাসের সংখ্যা।