শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন একের পর এক তৃণমূল নেতা। 'সেনার সাফল্য না দেখিয়ে রাজনীতি করছে কেন্দ্র' দাবি তৃণমূলের। কাকলি ঘোষ দস্তিদার থেকে সাগরিকা ঘোষ সকলেই মোদিকে নিশানা করে বলছেন, 'প্রধানমন্ত্রীর এই নাটকীয়তা গ্রহণযোগ্যতা নয়'। আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী । আর তার আগে প্রধানমন্ত্রীর নাম না করেই তীব্র আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 'অপারেশন সিঁদুর' নিয়ে তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে। কিন্তু 'অপারেশন সিঁদুর' নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে দাবি করছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রীরা।
মঙ্গলবারই উত্তর বঙ্গ উন্নয়নমন্ত্রী দিনহাটা শহরে সরকারি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা করছেন। কেউ আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাঁদের রক্তে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করতে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে আসছেন। ' এখানেই থামেননি উদয়ন। তিনি বলেন, আদতে মানুষের মনে ধর্মীয় বিষ ঢোকানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।। 'এই ভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে...ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না।' উদয়ন বলেন, 'উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে, একটা সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা। সেই সুন্দর, সুস্থ সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন, তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা।'
উদয়ন গুহর এই মন্তব্য শুনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, ''উদয়নবাবু তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছেন। দল হিসেবে তিনি ঠিকই বলেছেন 'বেচতে আসছেন'। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যটাকে বেচে দিয়েছেন''
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ইদানিংকালে মোদি যেখানেই গিয়েছেন, সেখানেই বলেছেন 'অপারেশন সিঁদুর' এর কথা। ভারতীয় সেনার সাফল্যের কথা। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন'মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে।' এবার প্রধানমন্ত্রীর এই প্রচারকেই কটাক্ষ করছেন তৃণমূল নেতা - নেত্রীরা।
অন্যদিকে অপারেশন সিঁদুরের প্রচার ও ভারতের সন্ত্রাসবাদবিরোধী অবস্থান স্পষ্ট করতে দেশে দেশে ঘুরছে ভারতের প্রতিনিধি দল। তাতে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি এখন সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় । এর আগে সিঙ্গাপুরে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'ক্ষমতাসীন সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারি। একেবারে দাঁত-নখ বের করে তাদের আক্রমণ করতে পারি। কিন্তু আমার দেশের নিরাপত্তার স্বার্থে লড়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ'। প্রথম থেকেই এই অবস্থানেই স্থির থেকেছেন তিনি ও তাঁর দল।