Zomato Order: অনলাইনে খাবার ডেলিভারির প্রবণতা দেশ জুড়েই বেড়েছে। তার সঙ্গে জোমাটো, সুইগি ইত্যাদি ফুড ডেলিভারি অ্যাপগুলিরও চাহিদা বেড়ে চলেছে প্রতিনিয়ত। আর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুড ডেলিভারি বয়দের (Zomato Boy) দায়িত্ব। সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে হবে গ্রাহককে। আর সেই সময়ের চাপ মাথায় নিয়েই এবার ঘোড়া নিয়ে ছুট লাগালেন হায়দরাবাদের এক জোমাটো বয়। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো।
ঘটনাটা কী ?
হায়দরাবাদের ওই ডেলিভারি বয়কে (Food Delivery Boy) দেখা যাচ্ছে ঘোড়ার পিঠ চড়ে খাবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়েছেন। ব্যস্ত রাস্তায় ঘোড়ার পিঠে চড়ে দৌড়চ্ছেন এক ব্যক্তি। কাঁধে তার জোম্যাটোর হটব্যাগ। ওই ডেলিভারি বয়কে দেখে রাস্তায় মানুষ থমকেছেন। কেউ কেউ ভিডিয়ো করেছেন। ঘোড়ার পিঠে চেপে থাকা ওই ডেলিভারি বয়কে উৎসুক হয়ে পথচারীদের দিকে হাত নাড়তেও দেখা গিয়েছে৷ পরে জানা যায়, ভিডিয়োটি হায়দরাবাদের চঞ্চলগুড়া অঞ্চলে অবস্থিত ইম্পেরিয়ল হোটেল এলাকায় তোলা হয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাকচালকদের আন্দোলন চলছিল৷ তাই বহু জায়গায় বন্ধ হয়ে পড়েছিল পেট্রল পাম্প। আর যে পাম্পগুলো খোলা ছিল সেখানেও লম্বা লাইন ছিল।
কেন ঘোড়ার পিঠে চড়লেন জোমাটো-বয়?
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। আর এরই মাঝে জ্বালানির অভাবে ঘোড়ায় চড়েই রাস্তায় নেমে পড়েন সেই জোমাটো ডেলিভারি পার্টনার। ঘটনার ভিডিয়োটি (Viral Video) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে জনৈক ব্যক্তি লিখেছেন, "হায়দরাবাদে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ডেলিভারি বয় ঘোড়ার পিঠে চেপে তাঁর গন্তব্যে যাচ্ছে ফুড ডেলিভারি করতে। এই দৃশ্য ইম্পেরিয়াল হোটেলের বিপরীতে চঞ্চলগুড়ায় তোলা হয়েছে। হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইনের বিরোধিতায় ট্রাকচালকদের আন্দোলন চলছে। এর জেরে পেট্রল পাম্পে লম্বা লাইন দেখা যাচ্ছে। তারই প্রভাবে এমন দৃশ্য দেখা গেল রাস্তায়।"
সম্প্রতি জানা গিয়েছে, বর্ষবরণের রাতে দুরন্ত ব্যবসা করেছে অনলাইন খাবার পরিষেবা সংস্থাগুলি। দিনভর খাবারের জোগান দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে তাঁদের। সেই সঙ্গে বর্ষবরণ উপলক্ষে সংস্থায় কর্মরত ডেলিভারি পার্টনারদের (Delivery Partner) পকেটও ভরেছে বলে জানা গিয়েছে। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোমাটোর (Zomato) ডেলিভারি পার্টনাররা টিপ-বাবদ প্রায় ১ কোটি টাকা পেয়েছেন সেদিন। জোমাটোর CEO দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন, গত ছ’বছরে বর্ষবরণের রাতে সামগ্রিক ভাবে যত খাবার সরবরাহ করেছিল জোমাটো, এবার একরাতেই সেই পরিমাণ খাবার সরবরাহ করেছে এই সংস্থা।