Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় UGC

JU Student Death: ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। দুদফায় রিপোর্ট জমা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু দ্বিতীয় রিপোর্টে যে তারা সন্তুষ্ট নয়, তা এবার স্পষ্ট জানিয়ে দিল UGC

Continues below advertisement

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি (UGC)। খুব দ্রুতই আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে ইউজিসি। ছাত্রদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের অবশ্যই ইউজিসি-র নির্দেশিকা মেনে চলতে হবে। প্রতিক্রিয়া ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমারের।                      

Continues below advertisement

র‍্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে দিনকয়েক- আগে তীব্র ক্ষোভ প্রকাশ করে UGC। ১৬ অগাস্ট UGC-র তরফে পাঠানো এই চিঠিতে অত্য়ন্ত কড়া ভাষায় বলা হয়েছিল, যাদবপুর কর্তৃপক্ষ এর আগে অত্যন্ত সাদা-মাটাভাবে জবাব পাঠিয়েছে। তাতে কোনও ব্য়াখ্য়া দেওয়া হয়নি। তাই নির্দিষ্ট সময়ের মধ্য়ে পদক্ষেপ না নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে UGC. স্পষ্টভাবে ১২টি বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল। গতকালই এই নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কিন্তু দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি (UGC)। আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে ইউজিসি।

  • দ্বিতীয় রিপোর্টে UGC জানতে চেয়েছিল

  • অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর ও র‍্যাগিং রোধে দায়িত্বপ্রাপ্তদের ফোন নম্বর ভর্তির ব্রসিওর, নির্দেশিকায় ছাপা থাকে?
  • অনলাইন ফর্মে তার উল্লেখ থাকে? যাদবপুরে তা করা হয়ে থাকলে তার কপি পাঠাতে হবে।

  • র‍্যাগিং সংক্রান্ত বিধি নিষেধ ও শাস্তি সংক্রান্ত বিষয়ে তারা যে অবহিত এই মর্মে কোনও হলফনামায় পড়ুয়াদের সই করানো হয়েছিল?

  • ৬ নম্বর পয়েন্টে জানতে চাওয়া হয়েছে, মৃত পড়ুয়া ও তার অভিভাবকের কাছ থেকে এই ধরনের হলফনামা নেওয়া হয়েছিল? হয়ে থাকলে তার প্রতিলিপি পাঠাতে হবে।

  • নবাগতদের ক্লাস শুরুর পর সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের যৌথ কাউন্সেলিং-এর পদক্ষেপ নেওয়া হয়েছিল?

  • সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে প্রতিষ্ঠানের প্রধানের যৌথ ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল?        

  • একজন করে ফ্য়াকাল্টি মেম্বার কি নিয়োগ করা হয়েছিল, যিনি নতুন ছাত্রদের সঙ্গে নিয়মিত কথা বলবেন? যিনি ওয়ার্ডেনকে নিয়ে আচমকা হোস্টেলে পরিদর্শনে যাবেন।

  • নবাগতদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছিল? সেখানে সিনিয়রদের প্রবেশে কি নজরদারি ছিল?

  • র‍্যাগিং-এর ঘটনা পর্যালোচনার জন্য, নতুন ছাত্ররা ভর্তি হওয়ার পর প্রথম তিন মাস ১৫ দিন অন্তর কি সমীক্ষা করা হয়?

আরও পড়ুন: Malda News: গঙ্গা গিলে খাচ্ছে কৃষিজমি, বাড়িঘর, পুনর্বাসনের দাবিতে পথে ক্ষতিগ্রস্তরা

Continues below advertisement
Sponsored Links by Taboola