অমিতাভ রথ, ঝাড়গ্রাম : ইউক্রেনে আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। তাঁদের অনেকেই আবার বাংলার বাসিন্দা। তার মধ্যে ফিরেও এসেছেন অনেকে। অনেকেই আবার বাড়ি ফেরার পথ চেয়ে। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়ে আছেন ঝাড়গ্রামের মুড়াজাম্বনি বাসিন্দা ডাক্তারি পড়ুয়া রূপম মণ্ডল।
এরই মধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ বন্ধ করে আলোচনার পথে ফেরার বার্তা দিয়েছে ভারত। ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ' ভারতের ধারাবাহিক অবস্থান, বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি। আমরা বিশ্বাস করি, কূটনৈতিক পথে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই। ইউক্রেনে এখনও অনেক ভারতীয় আটকে আছেন। তাঁদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার জন্য ভারত সবরকম চেষ্টা করছে। এই গুরুত্বপূর্ণ মানবিক সঙ্কটের অবিলম্বে সমাধান হওয়া উচিত।'
এরই মধ্যে ৭ টি বিমান ফিরে এসেছে ভারতীয়দের নিয়ে। সকলের ফেরা হয়নি। যেমন রূপমেরও। ঝাড়গ্রামের রঘুনাথপুরে বাড়িতে আতঙ্কে দিন কাটছে মা- বাবার। আতঙ্কিত পরিবারের সদস্যরা। প্রবাসে সন্তান জানিয়েছেন, গোলাগুলির শব্দ চারপাশে, নিরাপদ আশ্রয়ের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন ইউক্রেনের লোকজন। সেই ভয়ানক পরিস্থিতির মাঝে বাঙ্কারের রাত কাটছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা রূপমকে।
২০১৮ সালে ঝাড়গ্ৰামের মুড়াজাম্বনি থেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি। তাঁর বাবা পরেশ মণ্ডল জানান, ২০১৮ সালে ভিন কারাজিন খারকিভ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ছেলে । গত ৫ দিন ধরে ছেলের সঙ্গে কথা হচ্ছে বটে। তবে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তাঁরা। বাঙ্কারে রাত কাটছে ছেলের। তিনি জানিয়েছেন, খাবার ও জল প্রায় শেষের মুখে । দোকানপাটও প্রায় সমস্ত বন্ধ আশেপাশে। তিনি আরও জানান, ছেলে যে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন, বাঙ্কারের সামনে ঘোরাফেরা করছে রুশ সেনাবাহিনী। সোমবারও মা বাবাকে তিনি জানান, খুব খারাপ অবস্থায় রয়েছেন তাঁরা।
আরও পড়ুন :