হাওড়া: ভরদুপুরে চাঞ্চল্য। হাওড়ার উলুবেড়িয়া হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে ভয়াভহ আগুন ধরে যায়। ঘটনায় স্বাভাবিকভাবেই রোগী এবং চিকিৎসক নার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ঘটনার সময় সেখানে ৩ জন রোগীর ডায়ালিসিস চলছিল। হঠাৎ-ই এসি মেশিন ফেটে গিয়ে আগুন লেগে যায়। ছড়িয়ে পড়ে চারিদিকে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো ডায়ালিসিস ওয়ার্ড। রোগীদের কোনও মতে বের করে নিয়ে আসেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। তারা বেশ খানিক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীরা প্রত্যেকেই অসুস্থ হওয়ার কারণে তাঁদের বের করে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল আধিকারিকদের। তবে সৌভাগ্যবশত কারও কোনও ক্ষতি হয়নি। তৎপরতার সঙ্গে তাঁদের প্রত্যেককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে এমন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে ওয়ার্ডে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ গুরুতর আহত না হলেও নষ্ট হয়েছে সামগ্রি। বেডও পুড়ে গিয়েছে।
একই দিনে আরও অগ্নিকাণ্ড: অন্যদিকে এই একইদিনে রাজধানী দিল্লিতে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্য়ু হয়েছে। ৬ জনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম দিল্লির পিতমপুরায় একটি বহুতলে আগুন লাগে। দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ ২ জনের ঘটনাস্থলেই মৃত্য়ু হয়। বাকি ৪ জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
নিউটাউনে বিধ্বংসী আগুন: সম্প্রতি নিউটাউনের জ্যোতিনগরে বিধ্বংসী আগুনে পুড়ে যায় চারটি বাড়ি। স্থানীয়দের দাবি, সকাল সাড়ে ৯টা নাগাদ একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। লাগোয়া বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। দুটি ইঞ্জিন এলেও, সংকীর্ণ রাস্তার কারণে ঢুকতে পারেনি দমকল। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় দরমা ও টিনের ছাউনি দেওয়া বাড়িগুলি। পুড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বই, খাতা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল।
ভস্মীভূত সিপিএম পার্টি অফিস: দেগঙ্গায় ভস্মীভূত সিপিএম পার্টি অফিস। তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। সিপিএমের অভিযোগ, চাকলা গ্রাম পঞ্চায়েতের খাঁরাটি সুবর্ণপুর এলাকায় তাদের পার্টি অফিসে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথটি সিপিএম দখল করায়, আক্রোশবশত পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে বলে সিপিএমের অভিযোগ। বিরোধী জোট ইন্ডিয়া-কে কটাক্ষ করে বিজেপির প্রতিক্রিয়া, যতই জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোটে সামিল হলেও, এ রাজ্যে সিপিএম-কে মাথা তুলতে দেবে না শাসকদল। সিপিএম-আইএসএফ দ্বন্দ্বেই বামেদের পার্টি অফিসে আগুন, দাবি তৃণমূলের।