চেন্নাই : রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন দেশের অনেক নামীদামি ব্যক্তিত্ব। বিনোদন জগৎ হোক বা ক্রীড়া জগৎ...বিভিন্ন ক্ষেত্র থেকে নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন অনেকেই। এবার নতুন সংযোজন ভারতের অন্যতম সেরা স্পিনার আর অশ্বিন। শুক্রবার তাঁকে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানান তামিলনাড়ু বিজেপির সহ সভাপতি ভেঙ্কটরামন সি।
অশ্বিন ছাড়াও ক্রিকেট জগৎ থেকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন স্টার ব্যাটৈর বিরাট কোহলি, বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কিংবদন্তি সচিন তেণ্ডুলকর।
বিনোদন জগৎ থেকে একাধিক নামীদামি ব্যক্তিত্ব আমন্ত্রণ পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন- অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, হরিহরন, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, রণবীর কপূর, আলিয়া ভট্ট ও রণদীপ হুড্ডারা।
অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ণ পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে।
মন্দিরে অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি, প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠার মূল কাজ করবেন লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বাধীন একদল পুরোহিত।
এই পরিস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে একাধিক নিয়ম-নীতি মেনে চলছেন প্রধানমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, মেঝেতে একটি চাদর বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র ডাবের জল পান করছেন।
এদিকে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।