রাজা চট্টোপাধ্যায়, কলকাতা: খুনে চেষ্টা মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চলার মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথকে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ নিশীথের জামিনের আবেদন মঞ্জুর করল। তবে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথকে। (Nisith Pramanik)


২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চলে। সেই ঘটনায় নিশীথ প্রামণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তার বিরুদ্ধে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ। সুপ্রিম কোর্ট হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট মেঞ্চেই মামলা ফেরত পাঠায়। সেখানে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন নিশাথ। বৃহস্পতিবার তাঁর সেই আবেদন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল সার্কিট বেঞ্চ। পুলিশকে সবরকম সহযোগিতারও নির্দেশ দেওয়া হল নিশীথকে।


নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আজকের নয়। দাবি ওঠে, ২০১৮ সালে দিনহাটায় তাঁর নির্দেশেই গুলি চলেছিল, তাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। সেই মামলা ঘুরে হাইকোর্টে এসে পৌঁছলে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন নিশীথ। এর আগে তাঁর সেই আবেদন খারিজ হওয়ায় তাঁকে গ্রেফতার করতে বাধা ছিল না পুলিশের। কিন্তু এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিশীথ।


আরও পড়ুন: Mamata Banerjee: 'মামলায় আটকে নিয়োগ' বিরোধীদের দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী


২০১৮ সালের এপ্রিল মাসে দিনহাটায় একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখানে গুলি চললে গীতালদহের বাসিন্দা আবু মিয়াঁ নামের একজন গুলিবিদ্ধ হন। সেই ঘটনার চার্জশিটে নিশীথের নাম উঠে আসে। নিশীথের নির্দেশেই গুলি চালানো হয়েছিল বলে অভিয়োগ ওঠে। সেই গুলি চালানোর নির্দেশ নিশীথই দিয়েছিলেন বলে অভিযোগ। সেই সময়ই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই মামলাই ঘুরেফিরে নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয়। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নিশীথ।


তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেন নিশীথ। দলবিরোধী কাজকর্মের অভিযোগে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। বিজেপি-তে তাঁকে প্রার্থী করা নিয়ে বিস্তর ঝামেলাও হয়েছিল সেই সময়। নয় নয় করে নিশীথের বিরুদ্ধে ১১টি অপরাধের মামলা রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে। সোনার দোকানে ডাকাতি থেকে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মামলা তার মধ্যে অন্যতম।