কলকাতা: পদ্মভূষণ (Padmabhusan) ঘোষণা এবং তারপর প্রত্যাখ্যান, এ নিয়ে বিতর্ক চলছেই। তবে পদ্মভূষণ প্রত্যাখ্যান ঘিরে বিতর্কে কার্যত ‘বিরক্ত’ বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর। 


এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানা হচ্ছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। সূত্রের খবর, গত মঙ্গলবার প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বাড়ির ল্যান্ডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) থেকে ফোন আসে। অচেনা কণ্ঠস্বরে জানানো হয় পদ্ম-পুরস্কারের কথা। তাঁর কথায় সরকারিভাবে চিঠি না আসা পর্যন্ত বক্তব্যে মান্যতা দেওয়া হয়নি। কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম আছে দেখার পর তা প্রত্যাখ্যান করা হয়েছে। যেহেতু সরাসরি লিখিতভাবে কিছু জানানো হয়নি, তাই তিনি জানিয়েছেন, কিছু জানি না, জানানো হয়নি। পাশাপাশি 'পদ্মভূষণ ঘিরে বিতর্ক দুর্ভাগ্যজনক', ঘনিষ্ঠমহলে এমনটাও জানিয়েছেন মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee)।


দিন কয়েক আগে খবর আসে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘পদ্মভূষণ’-এ সম্মানিত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রজাতন্ত্র দিবসের আগে মঙ্গলবার পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতেই নাম ছিল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৩৪ বছরের বাম শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের নাম। জানানো হয় দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন তিনি। 


এদিনই 'পদ্মভূষণ' (Padma Bhushan) প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ প্রত্যাখ্যানের কথা জানান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।


তিনি জানান, 'পৌনে ২টো নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন করা হয়েছিল। তিনিই ফোন ধরে বুদ্ধবাবুকে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। তাঁদের কাছে কনফিউসন ছিল, হয়তো এনিয়ে কোনও কাগজ আসবে। সেই অনুযায়ী তাঁরা সিদ্ধান্ত নেবেন। কারণ, ফোনের ওপর ভিত্তি করে তাঁরা বক্তব্য রাখবেন না। কথা বলার পরেই তাঁরা জানতে পারেন, পদ্ম-পুরস্কারের তালিকা বের করেছে কেন্দ্রীয় সরকার। সেই সংবাদও বুদ্ধদেব ভট্টাচার্যকে পৌঁছে দেওয়া হয়। কিন্তু বুদ্ধবাবু মীর ভট্টাচার্যকে স্পষ্ট জানিয়েছেন, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।


পরে বিবৃতি দিয়ে বুদ্ধবাবুর তরফে জানানো হয়, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকলে প্রত্যাখ্যান করছি।


আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Health Update: মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে সন্ধ্যা মুখোপাধ্যায়, গ্রিন করিডরে অ্যাপোলো নিয়ে যাওয়া হল শিল্পীকে