সুকান্ত মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র, কলকাতা :  কালীঘাটে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের কলকাতার রাজপথ।                                                                 


কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে  পড়ে বিক্ষোভ
উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা রাজপথে নেমে পড়েন চাকরির দাবিতে। পুলিশের দাবি, এই বিক্ষোভের খবর তাদের কাছে ছিলই না। আন্দোলনকারীরা কালীঘাট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়েন। এর জেরে ধুন্ধুমার কালীঘাটে। আজ সকালে চাকরিপ্রার্থীরা আচমকা এসে কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়েন।সঙ্গে সঙ্গে চলে আসে পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। 


আরও পড়ুন: Upper Primary Recruitment: অপেক্ষমান সকলেরই চাকরি, উচ্চ-প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ


'পুলিশ পোশাক ছিঁড়ে দিয়েছে'


টেনে হিঁচড়ে পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করেন। সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় কার্যত শুয়ে পড়েন। জোর করে পুলিশ কর্মীরা কয়েকজন আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলেন। তবে শুধু প্রিজন ভ্যান নয়, বেসরকারি বাস, এমনকী ট্যাক্সিতেও বিক্ষোভকারীদের তুলতে দেখা যায় পুলিশকে।এক মহিলা চাকরিপ্রার্থী অভিযোগ করেন, পুলিশ তাঁর পোশাক ছিঁড়ে দিয়েছে। নিয়োগ চাই, নিয়োগ চাই স্লোগান তুলতে থাকেন চারকিপ্রার্থীরা। কেউ আবার স্লোগান দেন, হয় চাকরি দাও নইলে বুলেট দাও।                                                                              


মরিয়া হয়ে আন্দোলন করতে শুরু করেন তাঁরা। কারও কারও দাবি, পুলিশের টানা হ্যাঁচরাতে আঘাতও পেয়েছেন । কারও কারও জামা-কাপড় সরে যায় বলে অভিযোগ। কামড়কাণ্ডের কথা বলেও প্রশাসনের নিন্দায় সরব আন্দোলনকারীরা। 

৯ নভেম্বরের বিক্ষোভ 

ঠিক ৭ দিন আগে , এক্সাইড মোড়ে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশি ধরপাকড়ে ঝরে রক্ত। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের একাংশ প্রিজন ভ্যানের নিচে শুয়ে পড়েন। তাঁদের টেনে হিঁচড়ে বের করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে বহু চাকরিপ্রার্থী ক্যামাক স্ট্রিটের দিকে দৌড়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনেও বিক্ষোভ চলে। 

সেই দিনই এক চাকরিপ্রার্থীর হাতে পুলিশের কামড় বসানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সারা রাজ্যে। 



( বিস্তারিত আসছে ... )