কলকাতা : উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার।


পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য করেন, কলকাতা এখন সিটি অফ জয় থেকে সিটি অফ ডেমনস্ট্রেশনে পরিণত হচ্ছে। অবস্থান-বিক্ষোভের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন উচ্চ প্রাথমিকের শতাধিক চাকরিপ্রার্থী। সেই মামলাতেই বিচারপতির এই নির্দেশ।

আরও পড়ুন 


দেশে করোনা পরিসংখ্যানে বিরাট লাফ! একদিনে করোনা আক্রান্ত প্রায় ৯ হাজার


 প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভ 

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই সল্টলেকে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। ব্যাপক ধরপাকড় করে পুলিশ। ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণদের ৯ জুন বিক্ষোভ কর্মসূচি দেখানো হয় সল্টলেকে। বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। তখনই ধরপাকড় শুরু করে পুলিশ। প্রায় দেড়শো জনকে আটক করে। আটক করা হয় প্রায় ১৫০ জনকে।


প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী । সল্টলেকে চাকরিপ্রার্থীদের জমায়েতের পরই, শুরু হয় পুলিশি ধরপাকড় জমায়েত ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে চাকরিপ্রার্থীদের তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশ ভ্যানে। পুলিশি ধরপাকড়ের সময়, পালাতে গিয়ে আহত হন এক চাকরিপ্রার্থী। 


দুপুর ১ টার শিরোনাম



  •  কয়লা পাচারকাণ্ডে দ্বিতীয় তলবে সিবিআইয়ের সামনে সওকত মোল্লা। কয়লা মাফিয়াকে জেরায় ওঠে তৃণমূল বিধায়কের নাম, খবর সূত্রের। শুরু জিজ্ঞাসাবাদ।

  • গরু পাচার মামলায় নজরে অনুব্রতর দেহরক্ষীর সম্পত্তি। বোলপুরে সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই তল্লাসি। বিপুল সম্পত্তির নথি উদ্ধার। 

  • অসমে জাতীয় সড়কে টেন্ডার দুর্নীতির অভিযোগ। কলকাতায় অভিযান সিবিআইয়ের। এক ব্যবসায়ীর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি।

  • অশান্তি রুখতে কী পদক্ষেপ? খতিয়ান দিয়ে হাইকোর্টে রিপোর্ট পেশ রাজ্যের। শান্তি ফেরাতে সেনা নামাতে সওয়াল মামলাকারীদের। সম্প্রীতি রক্ষার বার্তা প্রধান বিচারপতির।

  • ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। একলাফে ৩ হাজারের বেশি বাড়ল সংক্রমণ সংখ্যা। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ছুঁইছুঁই। বাড়ছে সংক্রমণ হার।

  • বাঁশদ্রোণীতে বচসার জেরে দাদাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত গ্রেফতার। উত্তেজনার বশে নাকি অন্য কারণ, খতিয়ে দেখছে পুলিশ।

  • হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর নড়েচড়ে বসল পুরসভা। আজ সিইএসসি-র সঙ্গে বৈঠক। বর্ষার সময় বাতিস্তম্ভ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ভাবনা।

  • দহন থেকে অবশেষে মুক্তি। কালই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। কলকাতা ও সংলগ্ন জেলায় আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।