কলকাতা: উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আসার আগে দুর্ঘটনা । মুখ্যমন্ত্রীর আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত ২। এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হল গুরুতর আহত ২জনকে।


আজ মহানায়কের প্রয়াণ দিবস। মাত্র ৫৩ বছর বয়সে, আজকের দিনেই সবাকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন উত্তমকুমার। আজ উত্তম কুমার স্মরণেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীৎ। এদিকে তিনি আসার কিছুক্ষণ আগেই এই দুর্ঘটনা হওয়ায়, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন । এদিন ভেঙে পড়া তোরণের নীচ দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। শেষ পর্যন্ত পাওয়া খবরে, দুর্ঘটনার প্রায় আধ ঘণ্টা পরে ওই পথেই ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়।


এবার আরও বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। পরের বছর দেওয়া হবে এক লক্ষ টাকা। ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। করদাতাদের টাকায় কি ভোটের-ভেট দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা।২০২২-এ ছিল ৬০ হাজার। ২৩-এ ৭০ হাজার। এবার আরও ১৫ যোগ করে হল ৮৫ হাজার। আর পরের বছর অর্থাৎ ২০২৫-এও ১৫ বাড়িয়ে ১ লক্ষ টাকা করে দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কল্পতরু তৃণমূল সরকার। যা ঘিরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন, কর দাতাদের টাকায় এই খয়রাতি কি আসলে ক্লাবগুলোকে হাতের মুঠোয় রেখে ভোটের সময় কাজে লাগানোর জন্য়?


আরও পড়ুন, ভরদুপুরে মালদার সমবায় ব্যাঙ্কে ডাকাতি, বাধা দিতেই গুলিবিদ্ধ ১ কর্মী


 অধীর চৌধুরী বলেন,মানুষের টাকা নিয়ে আমার আপনার টাকা নিয়ে দেখাচ্ছে তিনি দয়াবান। দুর্গাপুজোয় চাঁদা দিয়ে ক্লাবগুলোকে খরিদ করতে চাইছেন। পুজোতে অর্থ দিয়ে ক্লাবগুলোকে খরিদ করে নাও। কীসের জন্য? আগামী দিনের আমার ভোটব্যাঙ্ক হবে এই সমস্ত ক্লাবগুলো। সহজ সরল হিসেব তো এইটাই।  


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।