সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: জমির দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ থেকে ব্যাপক সংঘর্ষে মৃত এক ব্যক্তি, আহত পাঁচজন। আজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের থানার ভাতুন গ্রামপঞ্চায়েতের গোপালপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম আরশাদ আনসারি (৩০)। গুরুতর যখম অবস্থায় আহতদের রায়গঞ্জ মেডিকেলে আনা হয়। পুলিশ এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের আরশাদ আনসারি ও তার প্রতিবেশী ভুতুয়া আনসারির সঙ্গে একটি জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। আরশাদের পরিবারের দাবি, তাঁদের জমিতে ঘর তৈরিতে বাঁধা দেয় ভুতুয়া আনসারি ও তার দলবল। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে আচমকাই ভুতুয়া আনসারি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সমেত একদল দুস্কৃতীদের নিয়ে এসে আরশাদের পরিবারের উপর চড়াও হয়। এলোপাথাড়ি বোমাবাজির সঙ্গে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আরশাদ সহ তাঁর পরিবারের আরও প্রায় ৬ জন। আহতদের গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।


এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই খবর পেয়ে ভাটোল ফাঁড়ি ও রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এলাকায় উত্তেজনা রয়েছে। চলছে পুলিশের টহলদারি। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ। 


স্থানীয় সূত্রে খবর, একটি জমির মালিকানা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁরা জমিতে ঘর তৈরি করতে গেলে বাধা দেয় প্রতিবেশী পরিবার। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। গুরুতর জখম হন আরশাদ আনসারি ও তাঁর পরিবারের পাঁচ সদস্য। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে এই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।