নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা করেছেন, টি-২০ বিশ্বকাপের পর তিনি আর এই ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব করবেন না। বিরাটের এই ঘোষণায় ক্রিকেটমহলে শোরগোল। ব্যাটসম্যান হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও বিরাট বেশ সফল। তাঁর নেতৃত্বে ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে ভারত। ৯৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করে দেশকে ৬৫টি ম্যাচে জিতিয়েছেন বিরাট। তাঁর নেতৃত্বে ৬৫টি টেস্ট ম্যাচ খেলে ৩৭টি জিতেছে ভারত। কিন্তু এহেন রেকর্ডের পরেও কেন বিরাটের অধিনায়কত্ব প্রশ্নের মুখে? ভারতীয় ক্রিকেটমহলে খবর, চার বছরে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করার খেসারত দিতে হল বিরাটকে।


কোন তিনটি ভুল সিদ্ধান্তের জন্য বিরাটকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়তে হল? তিনি প্রথম ভুল সিদ্ধান্ত নেন ২০১৭ সালের ১৮ জুন। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। ইংল্যান্ডের ওভালে সেদিন প্রচণ্ড গরম ছিল, আবহাওয়া শুকনো ছিল এবং পিচও খটখটে ছিল। কিন্তু তা সত্ত্বেও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে ৩৩৮ রান করে। শতরান করেন ফকর জামান। ১৮০ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। বিরাট পিচের চরিত্র বুঝতে পারেননি।


বিরাট দ্বিতীয় ভুল সিদ্ধান্ত নেন ২০১৯ সালের ১০ জুলাই। সেদিন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমি-ফাইনালে ম্যাচ জেতার জন্য ভারতের দরকার ছিল ২৪০ রান। কিন্তু পাঁচ রানের মধ্যেই আউট হয়ে যান কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট নিজে। এরপর দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে ক্রিজে পাঠানোর সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। কিন্তু সবাইকে অবাক করে প্রথমে ঋষভ পন্থ ও পরে দীনেশ কার্তিককে ব্যাটিং করতে পাঠানো হয়। ২২ ওভার হয়ে যাওয়ার পর ক্রিজে আসেন ধোনি। ততক্ষণে ভারতীয় দলের অর্ধেক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়ে লড়াই চালালেও, দলকে জেতাতে পারেননি ধোনি।


বিরাটের তৃতীয় ভুল এ বছরের ১৮ জুন। ইংল্যান্ডের সাদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রচুর বৃষ্টি হয়। কিন্তু তা সত্ত্বেও দুই স্পিনার নিয়ে খেলতে নামে ভারতীয় দল। সেখানে নিউজিল্যান্ড একজনও স্পিনারকে দলে রাখেনি। কেন উইলিয়ামসনরা চার পেসার ও একজন পেসার-অলরাউন্ডার নিয়ে খেলতে নামেন। ভারতীয় দল ৮ উইকেটে হেরে যায়। এবারও পিচের চরিত্র বুঝতে ভুল করেন বিরাট।


চার বছরের মধ্যে তিনটি আইসিসি টুর্নামেন্টের তিনটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের ভুল সিদ্ধান্তের ফলে হারতে হয়েছে ভারতীয় দলকে। ২০১৩ সালের পর আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। সেই কারণেই চাপে পড়ে গিয়ে টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়তে বাধ্য হলেন বিরাট।