সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রায়ই করে বিরোধী দলগুলি (Oppositions)। কিন্তু এবার আর বিরোধীরা নয়, দলের অন্দর থেকেই অভিযোগ উঠল, পুরভোটের (Municipal Election) আগে বা ভোটের দিন সন্ত্রাস ছড়াতে পারে তৃণমূল। এই খবর ছড়িয়ে পড়তেই ঘরে-বাইরে অস্বস্তিতে পড়েছে শাসক দল।
গতকাল রাতে পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করে করে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেছেন, ‘ইসলামপুর খুব শান্তিপ্রিয় জায়গা। এখানে বিগত যে কোনও নির্বাচনে কোনওরকম গন্ডগোলের খবর নেই। আর এবার এখানে ইসলামপুর পুর নির্বাচনের আগে তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনকে দেখা যাচ্ছে প্রার্থীদের হয়ে প্রচার করছেন। এমনটা চলতে থাকলে নির্বাচনে সন্ত্রাসের আবহ তৈরি হতে পারে।’
খোদ তৃণমূল বিধায়ক কেন পুরভোটের আগে অশান্তির আশঙ্কা করছেন? আব্দুল করিম চৌধুরীর দাবি, জাকির হোসেনের সঙ্গে কয়েকজন দুষ্কৃতী থাকে। তাদের হাতে বেয়াইনি আগ্নেয়াস্ত্রও আছে, যা দিয়ে তারা এর আগের ভোটের মতো এবারেও ইসলামপুরে সন্ত্রাস ছড়াতে পারে। তাই তৃণমূলের জেলা সভাপতি ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে বিধায়কের আর্জি, এবারের নির্বাচনে দল যেন জাকির হোসেনকে ব্যবহার না করে।
আরও পড়ুন খড়গপুরে তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বক্তব্য, ‘বিধায়কের এই বক্তব্য রাজনৈতিক নয়। আমি দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, বিগত নির্বাচনগুলির মতো এবারও শুধু ইসলামপুরেই নয়, ডালখোলা ও কালিয়াগঞ্জ পুর নির্বাচনেও কোনওরকম সন্ত্রাসের ঘটনা ঘটবে না।’
প্রকাশ্যে শাসক দলের বিধায়কই সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করায় কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপি-র কটাক্ষ, তারা আগেই বলেছিল, বহিরাগতদের নিয়ে এসে ইসলামপুরে পুর নির্বাচনে সন্ত্রাস ছড়াতে পারে তৃণমূল। এবার তৃণমূলের বিধায়কও একই আশঙ্কা প্রকাশ করলেন। ফলে ভোটের আগেই সন্ত্রাসের আশঙ্কা বাড়ছে। নির্বাচন কমিশন ও পুলিশ-প্রশাসনের সক্রিয় হওয়া উচিত। না হলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।