নয়া দিল্লি: ঘণ্টা পর ঘণ্টা শেষে কাটল বন্দিদশা। এ যেন মানুষের হাতেই মানুষের মুক্তি। ১৭ দিনের কঠিন লড়াই শেষে অবশেষে আলোয় ফেরা। সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে মুক্তির আলো। উদ্ধারকারী দল-প্রশাসনের নিরন্তর চেষ্টা শেষে এদিন উত্তরকাশীর (Uttarkashi) টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে অবশেষে উদ্ধার করা সম্ভব হল।
এই ঘটনার খবর দেশজুড়ে ছড়িয়ে পড়তেই ট্যুইটে উদ্ধার পাওয়া শ্রমিকদের (Workers) সুস্থ জীবনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি উদ্ধারকারী দলের প্রতিটি সদস্যকে এমন সাহসিকতার প্রদর্শনের জন্য কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন, 'আমাদের দেখে জড়িয়ে ধরেছিলেন', শ্রমিকদের উদ্ধার করে খুশির হাসি উদ্ধারকারীদের মুখে
ট্যুইটে মোদি বলেন, 'উত্তরকাশীতে আমাদের শ্রমিক ভাইদের যেভাবে উদ্ধার করা হয়েছে, তা সকলকে অবাক করে দিতে পারে। যারা উদ্ধার করেছেন তাঁদের সাহস এবং ধৈর্য্যকে আমার কুর্নিশ। এতদিন পর শ্রমিকভাইরা তাঁদের প্রিয়জনদের কাছে যাবে। আমাদের শ্রমিক ভাইয়ে নতুন জীবন দান করেছেন উদ্ধারকারী দলের ভাইরা। মানবতা এবং পরিশ্রমের অসাধারণ মেলবন্ধন আজকের এই দিন।'
যে যন্ত্রণার সাক্ষী হয়েছেন, উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা এই ৪১ জন শ্রমিক, তা শুধু তারাই জানেন। খোলা আকাশ যে কত সুন্দর, সুড়ঙ্গের অন্ধকার থেকে বেরিয়ে, যেন সেটাই অনুভব করছেন তাঁরা। প্রায়, ৪০০ ঘণ্টা পর অবশেষে কাটে বন্দিদশা। মঙ্গলবার রাতে নিশ্চিন্তে ঘুমোবে ৪১টা পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে