কলকাতা: উত্তরকাশীতে (Uttarkashi Tunnel Rescue) উদ্ধারের অপেক্ষায় বাংলার ৩ শ্রমিক (Bengal Laborers Stuck In Tunnel), টিম পাঠাল রাজ্য। বাংলায় ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াজঁ অফিসার, উত্তরকাশী নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বাংলার ৩ জনের জন্য গাড়িতেই উত্তরকাশী রওনা হয়েছেন ৪ জন, আটকে পড়া বাংলার ৩জনের উদ্ধার নিয়ে পোস্ট মমতার। 






যা জানা গেল...
পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, 'রাজ্যের বাসিন্দাদের সাহায্যের জন্য উত্তরকাশীর দিকে রওনা দিয়েছে টিম। উত্তরকাশীর সিল্ককায়ায় আটকে পড়া শ্রমিকরা যাতে পশ্চিমবঙ্গে নিজের বাড়িতে নিরাপদে ফিরতে পারেন, সেই কাজের তদারক করবে ওই টিম। সেটির নেতৃত্বে রয়েছেন নয়াদিল্লিতে রেসিডেন্ট কমিশনারের অফিসের লিয়াঁজ অফিসার, রাজদীপ দত্ত। বাকিরা হলেন, শুভব্রত প্রামাণিক, সোমনাথ চক্রবর্তী এবং রাজুকুমার সিংহ।' সোশ্যাল মিডিয়া পোস্টে ওই তিন জনের মোবাইল নম্বরও দেওয়া রয়েছে। পাশাপাশি কোন গাড়িতে তাঁরা উত্তরকাশী পৌঁছেছেন, সেটাও বিস্তারিত লেখা রয়েছে এক্স পোস্টে। আটকে থাকা শ্রমিকদের নাম-ঠিকানাও বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 


আর যা..
উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়েন বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। অন্যদিকে, কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদারও আটকে পড়েন সুড়ঙ্গ বিপর্যয়ে। যে কোনও মুহূর্তে উদ্ধারের অপেক্ষা, এরাজ্যের পাশাপাশি প্রহর গুণছে গোটা দেশ। টানেলের মুখে পরপর স্ট্রেচার, অ্যাম্বুল্যান্স, অক্সিজেন সিলিন্ডার মজুদ করা রয়েছে। প্রস্তুত স্থানীয় হাসপাতাল। সঙ্কটজনকদের জন্য রয়েছে এয়ারলিফটের ব্যবস্থাও। উদ্ধারের পর কারও অবস্থা সঙ্কটজনক হলে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হবে হৃষিকেশ এইমসে, রয়েছে সেই প্রস্তুতি। প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলার ৩ জন শ্রমিক ছাড়াও বিহারের ৫জন, উত্তরপ্রদেশের ৮ জন, ঝাড়খণ্ডের ১৫ জন, ওড়িশার ৫ জন, উত্তরাখণ্ডের ২জন, অসমের ২জন, হিমাচল প্রদেশের ১জন আটক রয়েছেন ওই সুড়ঙ্গে। 


 


আরও পড়ুন:বিপজ্জনক বলে নিষিদ্ধ করেছিল আদালত, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে কাজে এল সেই ‘ব়্যাটহোল মাইনিং’ই