রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার (Beldanga) নওপুকুরিয়ায় ঋণের কিস্তির টাকা আদায়ে গিয়ে ঋণগ্রহীতার হাতে খুন হলেন বেসরকারি সংস্থার লোন রিকভারি এজেন্ট। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপে মৃত্য়ু হয় লোন রিকভারি এজেন্টের। পলাতক অভিযুক্ত ঋণগ্রহীতা।


ঋণের কিস্তির (Loan) টাকা আনতে গেছিলেন ঋণগ্রহীতের বাড়িতে। কিন্তু তারই ফলাফল হল মারাত্মক! লোনের রিকভারি এজেন্টকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল ঋণ গ্রহীতার বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে জাহাঙ্গির আলম নামে ওই রিকভারি এজেন্টকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।                            


সোমবারের এই ঘটনায় হতবাক মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার নওপুকুরিয়ার বাসিন্দারা!  মৃত যুবকের সহকর্মী দুখেন হালদার বলছেন, ও মা-বাবার সঙ্গে কথা বলছে। তাহলে আপনারা কয়েকদিন পরে এসে নিয়ে যান। আমরা কথা বলে যখন পিছনে ঘুরে চলে আসছি তখন ওকে পিছন দিক থেকে এসে কোপ মারল। যে বাড়িতে লোন নিয়েছে তাঁর স্বামী কোপ মারল।


পুলিশ সূত্রে দাবি, বেসরকারি ঋণদান সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন নওপুকুরিয়ার বাসিন্দা নিবেশ ঘোষ। অভিযোগ, টাকা শোধ না করায় সংস্থার তরফে তাঁকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। এই অবস্থায় সোমবার কিস্তির টাকা দেওয়ার জন্য় সংস্থার প্রতিনিধিকে ডাকেন ঋণগ্রহীতা। কিন্তু তাঁর বাড়িতে যাওয়ার পর বচসা বাধে দু'পক্ষের।                                                                                              


অভিযোগ, ফিরে আসার সময় বেলডাঙার সাগরপাড়ার বাসিন্দা, পেশায় লোন রিকভারি এজেন্ট জাহাঙ্গিরকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপান নিবেশ ঘোষ। তড়িঘড়ি বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।             


ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নিবেশ ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার।


আরও পড়ুন: Nandakumar: আদালতের নির্দেশে আজ নন্দকুমারের পঞ্চায়েতে ফের বোর্ড গঠন, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর