কলকাতা: উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ২৭৬টি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০-টি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। তা গণনা শুরু হতে হতেই পেরিয়েছে গেরুয়া শিবির। এদিকে, আগের বারের থেকে ভোট শতাংশ বাড়লেও যোগীর দাপটে কার্যত কোণঠাসা মুলায়ম-পুত্র অখিলেশ। এ প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গলায় ছিল কটাক্ষের সুর। 
 
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি। সে প্রসঙ্গে দিলীপ বলেন, "উনি ওখানে গিয়ে হাথরসের গল্প বলেছেন, লখিমপুর খেরির গল্প বলেছেন। আর এই দুই জায়গায় বিজেপি সবকটি আসনে এগিয়ে আছে। মাঝখান থেকে দিদিমনি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছেন।"                                     

  


আরও পড়ুন, গোরক্ষপুরে বিপুল ভোটে এগিয়ে যোগী, উত্তরপ্রদেশ ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি


উল্লেখ্য, গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ২ ও বহুজন সমাজ পার্টি ৪টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।                                                      


https://www.facebook.com/abpananda/videos/221395916837877


পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে রীতিমতো গেরুয়া ঝড়। তবে পাঞ্জাবের রাজনীতিতে পটপরিবর্তন হয়েছে। সেখানে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি। এ প্রসঙ্গে দিলীপ বলেন, "পশ্চিমবঙ্গের কিছু মানুষ নিজেরাও সংশয়ে ছিলেন, মানুষকেও সংশয়ে রেখেছিলেন। চার রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি। পাঞ্জাবে প্রথমবার আমাদের নেতৃত্বে ওখানে নির্বাচনে লড়াই করা হয়েছিল। সিটও কয়েকটা পাব। ভোটও ভাল পাব। কংগ্রেস আর অকালি দল সে রাজ্যে পারিবারিক রাজনীতি করে এসেছে। বারবার মুখ্যমন্ত্রী বদল করেছে। দিল্লির মানুষ যেমন এক্সপেরিমেন্ট করেছে আম আদমি পার্টিকে দিয়ে। তেমন পাঞ্জাবেও করেছে এবার। কংগ্রেস ক্ষমতায় থেকে কিছুই সুরাহা করেনি। কংগ্রেসের পরিবারতন্ত্র এবার শেষ হচ্ছে।"