লখনউ: ভোটগণনা শুরু হতেই প্রথম থেকেই প্রথমে ছিলেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর (শহর) আসন থেকে লড়াই করেছিলেন তিনি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী শুভাবতী শুক্ল। নির্বাচন কমিশনের শেষ রিপোর্ট অনুযায়ী, যোগীর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৮ হাজার ৬৩৩। প্রাপ্ত ভোটের নিরিখে ৬৭.১৪ শতাংশ। অন্যদিকে শুভাবতী শুক্ল পেয়েছেন ১২ হাজার ৩৫৭ ভোট। শতাংশের হিসেবে ২১.৪৮।  


উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩।ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।                                                


উল্লেখ্য, বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই উত্তরপ্রদেশে বিজেপি জোটের ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।একটি বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে, যা বাকিগুলির তুলনায় একেবারেই আলাদা। এই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারে সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন জোট। তবে অন্যান্য বুথ ফেরত সমীক্ষার তুলনায় দেশবন্ধু-র এই বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হবে, তা ফল ঘোষণার পর জানা যাবে। আপাতত, পোল অফ পোলসে উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।             


আরও পড়ুন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে দাপট পদ্মেরই, পঞ্জাবে অনেক এগিয়ে আপ


এখনও পর্যন্ত ’২৪-এর সেমিফাইনালে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই ভোটে একক বৃহত্তম দল বিজেপি। ইতিমধ্যেই উত্সবে মেতেছেন পদ্ম সমর্থকরা। বিকেলে বিজেপির সদর দফতরে যেতে পারেন নরেন্দ্র মোদি, এমনটাই খবর সূত্রের।



ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের।  কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৬৮ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১২৬ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল। বিএসপি ৫, কংগ্রেস আটকে ৩ আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডেও ফের সরকার গঠনের পথে বিজেপি। উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪৬ আসন। কংগ্রেস পেয়েছে ২১ আসন। পাঞ্জাবে কংগ্রেসকে কোণঠাসা করে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আপ। ১১৭-র মধ্যে আপের দখলে ৯০ আসন। মাত্র ১৮ আসন পেয়ে ধরাশায়ী কংগ্রেস। পাঞ্জাবে হার স্বীকার করে ট্যুইট নভজ্যোৎ সিংহ সিধুর।