শিলিগুড়ি: মালদার পরে এবার এনজেপি (NJP), ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা। হাওড়া (Howrah) থেকে এনজেপি ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টি। ভর দুপুরেই এনজেপি স্টেশনের (NJP Station) কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। মালদায় ট্রেন ঢোকার পর দেখা যায় পাথর ছোড়া হয়েছে, রেল সূত্রে খবর। যাত্রা শুরুর ৩দিনের মধ্যে ২বার হামলা, প্রশ্নে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা। বারবার হামলার শিকার বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।
ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা: শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর সোমবারই মালদায় হাওড়াগামী ডাউন 'বন্দে ভারত' এক্সপ্রেস লক্ষ্য় করে উড়ে এল পাথর।চিড় ধরল ঝাঁ চকচকে নতুন ট্রেনের জানলার কাচে। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আক্রমণ বন্দে ভারত এক্সপ্রেসের উপর। এবার হাওড়া (Howrah) থেকে এনজেপি ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টির ঘটনা ঘটল। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি কামরা।
মালদার ঘটনায় সামসি আরপিএফ পোস্টে FIR'এর ভিত্তিতে কমিটি গঠন করে তদন্ত শুরু করল কাটিহার ডিভিশন৷ রেল সূত্রে খবর, সোমবার বিকেল ৫টা ১০-এ, মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানালা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মালদার ঘটনার পর রাজ্যের কাছে আরও রেল পুলিশ দেওয়ার অনুরোধ করা হয়েছে। যদিও দীর্ঘ ৫৬১ কিমি যাত্রাপথে RPF বা GRP দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এনিয়ে বিভিন্ন স্টেশনে সচেতনতা প্রচারের পাশাপাশি লিফলেট বিলি করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ট্রেনটি মালদা স্টেশনে পৌঁছলে তদন্তে যান রেলের আধিকারিকরা। অন্যদিকে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আধিকারিকরা আসছেন। তারাই এই ট্রেনের স্লাইডিং দরজা সারাবেন।