কলকাতা : জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও গ্রহের বিপরীত গতি শুভ বলে মনে করা হয় না। বিশেষ করে শনিদেব পশ্চাদগামী হওয়া খুবই বেদনাদায়ক হতে পারে কোনও কোনও রাশির জন্য । কিন্তু শনি বক্রী হওয়া মানেই যে সবার জন্য খারাপ কিছুই ঘটবে, এমনটাও তো নয়। আবার জ্যোতিষশাস্ত্রবিদরা এটাও মনে করেন যে, শনির সাড়ে সাতি, ধাইয়া যাই হোক না কেন, একজন ব্যক্তি এই ধরনের পরিস্থিতিতে কতটা প্রভাবিত হবেন, তা নির্ভর করে তাঁর ব্যক্তিগত কর্মফল ও কুণ্ডলীর উপর। 


শনিদেব ধীর গতির গ্রহ।  শনি তার বিপরীতমুখী অবস্থায় দীর্ঘকাল ধরে কয়েকটি রাশিচক্রের জন্য সমস্যা সৃষ্টি করে। বর্তমানে, শনি দেব কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় আছেন এবং পুরো ১৩৯  দিন এই রাশিতে অবস্থান করে বিপরীত দিকে যাবেন। এর পরে, শনি আবার ১৫ ই নভেম্বর আবার অভিমুখ বদলাবে ।


শনি যে রাশিতে অবস্থান করে, তার জন্য শনি গ্রহের বিপরীতমুখী হওয়া আরও বেশি ঝামেলার। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থিত। এই অবস্থায় কুম্ভ রাশির সঙ্গে সঙ্গে মকর ও মীন রাশিতেও সাড়ে সাতি চলছে। কুম্ভ রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব ও  মকর রাশিতে সাড়ে সাতির তৃতীয় পর্ব এবং মীন রাশিতে সাড়ে সাতির প্রথম পর্ব চলছে।


যাদের সাড়ে সাতি ও ধইয়া চলছে, তাদের উপর  শনির বক্রী বেশি প্রভাব বৃদ্ধি করে।  এই তিনটি রাশির জন্য শনি গ্রহের পশ্চাৎপদ গতি সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকুন।


কী কী ঘটতে পারে এই সময়ে



  • এই সময়ে আপনাকে শারীরিক ও মানসিক সমস্যা  হতে পারে। তাই এই সময়ে শনি দেবকে তুষ্টি করার ব্যবস্থা নিতে পারলে ভাল।

  • কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্যও শনির পিছিয়ে যাওয়া  সমস্যাজনক হতে চলেছে। কারণ এই রাশিগুলির উপর শনির প্রভাব চলছে।  শনির বিপরীত গতি  এই রাশির জাতক জাতিকাদেরও জীবনে প্রতিকূলতা আনতে পারে। 

    ডিসক্লেমার
     : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

    আরও পড়ুন  :


    বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?