সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ। দীর্ঘ রোগ ভোগের পর ৯৪ বছর বয়সে জীবনাবসান। রাত সাড়ে ১২টা নাগাদ পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৫৪ সালে ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগ দেন স্বামী হিরন্ময়ানন্দ


 শেষ শ্রদ্ধা নিবেদন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে

নিজেকে পুরোপুরি ভাবে নিযুক্ত করেছিলেন সেবামূলক কাজে। উত্তরবঙ্গে জনজাতি সমাজে উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান রয়েছে। সঙ্ঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে। প্রয়াত সঙ্ঘ সহ সভাপতির মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে। বিকেল ৪টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। 


আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯১৭ সালে প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের। ভারত সহ বহু দেশেই রয়েছে সঙ্ঘের শাখা। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা, ফিজি এবং বাংলাদেশ সহ প্রায় একশো আশ্রম রয়েছে ।

ভারত সেবাশ্রম সামাজিক কাজ, দরিদ্রদের পাশে দাঁড়ানো , দুর্গম স্থানে সাহায্য পৌঁছে দেওয়া, আপৎকালে পাশে থাকার কাজ করে। বহু ভক্ত রয়েছে প্রয়াত সঙ্ঘ সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দের। 


West Bengal News : জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে




আজকের শিরোনাম


১। পঞ্চায়েত ভোটের আগে আজ রাজ্য রাজনীতির মেগা ডুয়েল! কাঁথিতে শান্তিকুঞ্জের কাছে সভা অভিষেকের। ডায়মন্ড হারবারে শুভেন্দুকে সভার অনুমতি হাইকোর্টের।


২। ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে সংঘাত। মঞ্চ বাঁধার সময় হামলা, চেয়ার ছুড়ে ফেলার অভিযোগ। ভাড়া না পেয়ে ডেকরেটর কাজ না করতে চাইলে আমরা কী করব? পাল্টা তৃণমূল।


৩। আস্থা ভোটে হেরেও ঘুরপথে ঝালদা পুরসভার দখল রাখার চেষ্টা? বোর্ড গঠনের আগের দিনই তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে বসাল রাজ্য। হাইকোর্টে যাচ্ছে কংগ্রেস।


৪। হাইকোর্টে বিরোধী কাউন্সিলরের রক্ষাকবচ, কয়েক ঘণ্টার মধ্যেই ঝালদা পুরসভায় প্রশাসক। ১ মাসের নোটিস দিয়ে আস্থা ভোট ডাকার সম্ভাবনা। 


৫। নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণেও দুর্নীতির অভিযোগ। ফের উঠল পার্থর নাম। সিবিআই-ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা।