সঞ্চয়ন মিত্র, হাওড়া : সাত সকালে দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে ( Vidyasagar Setu ) । হাওড়ার শ্যামপুর গাদিয়াড়া ( Howrah Gadiara )  থেকে ধর্মতলাগামী একটি বাস পড়ল দুর্ঘটনার কবলে।  WBTC র সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সপাটে ধাক্কা মারে টোল প্লাজা থেকে ১০০ ফুট দূরের ডিভাইডারে। বাসের চালক সহ ৮ যাত্রী আহত। 


কীভাবে দুর্ঘটনা 


ঘড়িতে তখন সকাল সাড়ে ৭টা।   টোল প্লাজায় টোল মিটিয়ে সেতুর কলকাতাগামী ফ্ল্যাঙ্ক এর ডানদিকের লেন ধরে এগোচ্ছিল গাদিয়াড়া-ধর্মতলা রুটের সরকারি বাসটি। হঠাৎ চালক সামনে একটি ১২ চাকা সুবিশাল ট্রেলারকে শাটল ব্রেক মারতে দেখেন। লেন পরিবর্তন করে ট্রেলার চলে আসে বাসের একেবারে সামনে। বাধ্য হয়ে এমার্জেন্সি ব্রেক কষেন বাসের চালক। কিন্তু সেতুর রাস্তা  ছিস বৃষ্টির জলে ভেজা। তাই চাকা পুরোপুরি না আটকে বাস পিছলে যায়। সপাটে ধাক্কা মারে সেতুর ডিভাইডারে।

যাত্রীদের কী অবস্থা 


ধাক্কা মারার রক বাসের সামনের অংশ ভেঙে তুবড়ে যায়। প্রায় ২৫ মিনিট পর রেকার দিয়ে বাস সেতু থেকে সরিয়ে নিয়ে যায় পরিবহণ দফতর। পুলিশ সূত্রে খবর, হেস্টিংস থানায় পরে চালকের বয়ান নেওয়া হবে। বাসের চালক জানান, বাসে ঘটনার সময় জনা ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৭ জন আহত। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যায় বিদ্যাসাগর ট্রাফিক গার্ড পুলিশ। তবে কারও আঘাত গুরুতর নয় বলেই চালকের দাবি।             


আরও পড়ুন :                                


মহিলা পুলিশ কর্মীকে কামড়ানোর অভিযোগ, BJP র কর্মসূচি ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার


এই বছরের শুরুর দিকেই দ্বিতীয় হুগলি সেতুতে একটি দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে জয়নগর যাওয়ার পথে উল্টে যায় পিক আপ ভ্যান। পিক আপ ভ্যানে ছিলেন ৬ জন,  গুরুতর আহত হন ৩ জন।     

তারপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, বিদ্যাসাগর সেতুতে  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রেলার। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, হাওড়ার দিকে যাওয়ার সময় গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রেলারটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক, তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial