নয়া দিল্লি: এ যেন একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো। কপাল ঠুকে টিকিট কেটে কোটি টাকা জিতলেন এক মহিলা। যেভাবে লটারি জিতেছেন তিনি তা শুনে সকলেরই অবাক হওয়ার কথা। নিজের ভাগ্য পরীক্ষা করাতে গিয়ে যে এভাবে টাকা পাবেন তা স্বপনেও ভাবেননি তিনি।
এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেলি স্পার নামের ওই মহিলা গ্যাস স্টেশনে গিয়ে অরেঞ্জ জুস কিনতে যান। সেখানে দেখতে পান লটারির টিকিট বিক্রি হচ্ছে। তবে তা পরিচিত লটারির টিকিট নয়। কেলির কথায়, এই সংস্থার লটারির টিকিট কখনও তিনি কেনেননি। পিনি গ্রোভ অঞ্চলের কোয়ালিটি মার্টের এই লটারি অবশ্য ওই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়।
সাত পাঁচ না ভেবে কেলি কিনেই ফেলেন ওই টিকিট। কেলি বলেন, অত ভাবিনি জিতব কি না জিতব! মনে হল কপালে ঠুকে কিনেই ফেলি। এই ধরনের লটারি অবশ্য স্ক্র্যাচ-অফ টিকিট হয়। তিনি টিকিটের ওই ভাগের অংশটি স্ক্র্যাচ করতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। দেখেন- সেখানে লেখা আছে ২৫০,০০০ ডলার।
২০ ডলার দিয়ে টিকিট কেটে যে এত টাকা পাবেন তা ভেবে প্রথমে কিছুটা ঘোর লেগে গিয়েছিল কেলির। তিনি বলেন খুব সাধারন ঘরের মেয়ে তিনি। এই টাকা জিতে তিনি যে কী করবেন ভেবেই পাচ্ছেন না। তবে কঠিন জীবনে এই টাকা অনেকটাই সাহায্য করবে তাঁকে।
কেলি বলেন, এই টাকা তার পরিবারকে অনেকটাই সাহায্য করবে। লটারির এই টাকা দিয়ে বেশ কিছু অসমাপ্ত কাজ শেষ করতে পারবে বলেই জানিয়েছিলেন।
কিছুদিন আগে এমনভাবেই লটারি জিতেছিলেন এক ব্যক্তি। লাঞ্চ টাইমে কী খাবেন সেই ভাবনা নিয়ে অফিস থেকে বেরিয়ে অনতিদূরে একটি স্টোরে যান। সেখান থেকেই মুখরোচক কিছু খাওয়ার পরিকল্পনা ছিল। আর সেখানেই ঘটে যায় এক আজব কান্ড। খাবার কিনতে গিয়ে দেখেন লটারি বিক্রি হচ্ছে। অফারটিও বেশ লোভনীয়। "মিলিয়নেয়ার বক্স" স্ক্র্যাচার্স গেম খেলা হচ্ছে। খেলাটি দেখে বেশ মজা লাগে। সাধারণত এ ধরনের লটারি তিনি খেলেন না। তবে পকেটে ৬০ ডলার ছিল আর খেলার জন্য প্রয়োজন ছিল ৩০ ডলার। ফলে তিনি ভাবলেন একবার ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাক।
এরপর তিনি কিছুক্ষণ ওই স্টোরে খাবারের সন্ধান করেন। এরপর স্টোর ছাড়ার আগে টিকিটটি স্ক্যান করতে গিয়েই দেখেন স্ক্রিনে লেখা 'লটারি উইনার'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে