আবির দত্ত, কলকাতা :  বুধবার রাজ্য়ের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন পর্ব শুরু হয়েছে। ভোটগ্রহণ চলছে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, এই ৬ আসনে। সবকয়টি ক্ষেত্রেই বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় আসনগুলি খালি হওয়ার দরুণ উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রগুলির মধ্যে একমাত্র মাদারিহাটই ছিল বিজেপির দখলে, বাকি সবকয়টি কেন্দ্রই রাজ্যের শাসকদলের দখলে।


ভোটগ্রহণের দিন সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি। এখানকার জেটিয়া হাইস্কুলে ৭৯ নম্বর বুথের বাইরে বিজেপির পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেছে বিজেপি। এখানে গেরুয়া শিবিরের প্রার্থী রূপক মিত্র। বিজেপি প্রার্থী বলেন, তৃণমূলের লোকেরা শুভেন্দু অধিকারী , সুকান্ত মজুমদারদের ছবি দেখলেই ভয় পায়, রাতে ঘুম হয় না। তাই পোস্টার ছিঁড়ে দেয়। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের রিপোর্ট অনুযায়ী, বুথের ১০০ মিটারের মধ্যে লাগানো পতাকা-ফেস্টুন বিজেপি কর্মীরাই সরিয়ে নেন।  


বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে।  গেরুয়া শিবিরের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সেখানে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রার্থীর অভিযোগ, বুথের বাইরে তো বাহিনী, বুথের ভেতরে তৃণমূল বসতে না দিলে কী করবে ! 


বুধবার ভোট শুরুর আগেই নৈহাটির মালঞ্চ হাইস্কুলের ৬৩ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির এজেন্টকে বসতে দিতে বাধা দেয় শাসকদলের এজেন্টরা, অভিযোগ বিজেপি প্রার্থীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে  বিজেপি প্রার্থী রূপক মিত্র নিজে গিয়ে এজেন্টকে বুথে বসান। বিজেপি প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করে আপত্তি জানান তৃণমূল কর্মীরা। এই নিয়ে ফের বুথের বাইরে উত্তেজনা ছড়ায়। 


অন্যদিকে, এদিন জেটিয়ার চারাপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২৪ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে। মোবাইল ফোন নিয়ে বুথে ঢুকেছেন তৃণমূল কর্মী, অভিযোগ করেন বিজেপি প্রার্থী। এই নিয়ে আপত্তি করে, বিজেপি প্রার্থী বলেন ' নিরপেক্ষভাবে ভোট করান, না হলে আদালতে যাব'। প্রিসাইডিং অফিসারকে কার্যত হুঁশিয়ারি দেন নৈহাটির বিজেপি প্রার্থী।   


 


 


আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।