মধ্যপ্রদেশ: বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে সাধারণের নাভিশ্বাস ওঠে। অনেক সময়ই অভিযোগ ওঠে অতিরিক্ত টাকা নেওয়ার। যা নিয়ে সংবাদমাধ্যমে একাধিক খবরও প্রকাশ্যে আসে। তেমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি। মধ্যপ্রদেশের রতলামের জিডি হাসপাতালে একজন রোগীর অভিযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক জন ব্যক্তি নাকে রাইলস টিউব,  সারা দেহে ইইজি, ইসিজি এবং হল্টার মনিটরিংয়ের পয়েন্টিং করা। তা নিয়েই হাসপাতালের বাইরে বেরিয়ে এলেন এক যুবক। এরপরই এক বিস্ফোরক দাবি করলেন তিনি। ওই ব্যক্তির কথায়, তাঁকে জোর করে আইসিইউ-তে আটকে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

ওই ব্যক্তির স্ত্রী দাবি করেন,  হাসপাতাল কর্তৃপক্ষ তা স্বামীর অবস্থা সঙ্কটজনক এমনটাই বলে চলেছে। হাসপাতালের তরফে এও বলা হয়েছে যে তার স্বামী কোমায় আছেন। এমনকী আইসিইউ-তে রাখার জন্য অগ্রিম টাকাও চাওয়া হয়েছে। ১ লক্ষ টাকার ব্যবস্থা করে তিনি যখন হাসপাতালে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে ডাক্তাররা তার স্বামীকে আইসিইউতে আটকে রেখেছে, এমনটাই দাবি। 

স্ত্রী-র বিস্ফোরক দাবি, 'আমি যখন ফিরে আসি, তখন দেখি ডাক্তাররা আমার স্বামীর ঘাড় চেপে ধরছেন, যখন তার হাত বাঁধা ছিল। প্রথমে আমি ধরে নিয়েছিলাম যে তারা তার উপর জল ঢালছেন কারণ তিনি অজ্ঞান ছিলেন। তবে, আমার স্বামী আমাকে বলেছিলেন যে তিনি অনেক আগেই জ্ঞান ফিরে পেয়েছেন এবং আমাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু হাসপাতালের কর্মীরা তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন যে তারা তার সঙ্গে দুর্ব্যবহারও করছে।' 

আরও পড়ুন, মৃতদেহের পাশে বসে বিমান সফর! হাড়হিম যাত্রায় 'ট্রমা'য় দম্পতি

রবিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইন্দোরে রেফার করা হলেও, তার পরিবার তাকে জিডি হাসপাতালে নিয়ে যায়।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে