ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: কামরার মধ্যে দুই যাত্রীর মধ্যে বচসা। চলন্ত ট্রেন (Howrah-Malda Intercity Express) থেকে ধাক্কা মেরে একজনকে ফেলে দেওয়ার অভিযোগ। চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেওয়ার হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে ধাক্কা মেরে এক যাত্রীকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তারাপীঠ-রামপুরহাটের (Rampurhat News) মধ্যে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফলে দেওয়ার দৃশ্য সামনে এসেছে। খোঁজ নেই আক্রান্তের। ভাইরাল ভিডিওর সূত্রে তদন্তে রেল পুলিশ (Viral Video)।
চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ
শনিবার হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের কামরায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বচসা চরমে ওঠায় এক যাত্রী অন্যকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। সেই দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দি করেন এক মূক ও বধির এক যাত্রী। ঘটনাটি ঘটে তারাপীঠ রোড এবং রামপুরহাট রেল স্টেশনের মাঝামাঝি স্থানে।
আরও পড়ুন: SSC Scam: ‘টাকার পাহাড়ে ভাবমূর্তি নষ্ট, খারাপ চোখে দেখছেন মানুষ’, মুখ খুললেন অর্জুনও
ওই মূক ও বধির যাত্রী ট্রেন থেকে নেমে মুরারই থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানান (Birbhum News)। মুরারই থানার পুলিশ বিষয়টি রামপুরহাট রেল পুলিশকে জনিয়েছে। রামপুরহাট রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোন লিখিত অভিযোগ পায়নি। ভাইরাল ভিডিওটি তাদের হাতে এসেছে। ওই ভিডিওটি ধরে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
ঘটনা ক্যামেরাবন্দি করেন মূক ও বধির ব্যক্তি
ঘটনাটি জানতে পেরে এ দিনই তারাপীঠ রোড এবং রামপুরহাট রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় খোঁজাখুঁজি করে পুলিশ। কিন্তু যাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁর কোনও খোঁজ মেলেনি। এমনকি ভিডিওয় যে ব্যক্তিকে সজোরে সামনের জনকে ধাক্কা দিতে দেখা গিয়েছে, জানা যায়নি তাঁর পরিচয়ও।
দীপাবলির আগে বর্ধমানে উদ্ধার আগ্নেয়াস্ত্র
অন্য দিকে, বর্ধমান থানার পুলিশ ২ নং জাতীয় সড়কে গোদার কাছে থেকে রবি দাস নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রদীপ কুমার অধিকারী নামে আরও এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। বর্ধমান থানার পুলিশ তাকে রায়না থানার শ্যামসুন্দর থেকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকেও একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।