কলকাতা: বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখলের লড়াইতেও বিচারের দাবি। শিশু-কিশোরদের হাতে লাটাই, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে আকাশে উড়ছে লাল-নীল-কালো রঙের ঘুড়ি। কাটাকুটি নয়, সংহতির ঘুড়ি উড়ুক, এই বার্তা নিয়ে কচিকাঁচাদের পাশে যাদবপুরের কিশোর বাহিনী।
বিচারের দাবি: আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের আঁচ সর্বত্র। এবার বিশ্বকর্মা পুজোতে আকাশে প্রতিবাদের নজির। বিচারের দাবিতে এবং সংহতির ঘুড়ি উড়ানোর বার্তা নিয়ে সামিল হয়েছে কিশোর বাহিনী। রাজ্যজুড়ে সংগঠনের বিভিন্ন শাখা থেকে এভাবেই আজ আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। শিশু-কিশোরদের সমাজ সচেতন করাই লক্ষ্য জানিয়েছেন আয়োজকরা। সংগঠনের পক্ষ থেরে পীযূষ ধর বলেন, আমরা কিশোর বাহিনী শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম, বিশ্ব মৈত্র নিয়ে কাজ করি। এই কাজের মূল উদ্দেশ্য শিশুদের সুস্থ রুচি, সুস্থ মানসিকতা নিয়ে যেন গড়ে উঠতে পারে। এই কাজ করতে গিয়ে দেখছি সবাইকে পথে নামতে হয়েছে একটা নৃশংস ঘটনার জন্য। তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকব। আজকে আকাশ দখলের আহ্বান জানিয়েছি। সংঘতির আহ্বানে সবাইকে আমরা চাই। একসঙ্গে নিয়ে আওয়াজ তুলতে চাই 'ফাইট ফর জাস্টিস।'
এদিকে আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। সত্য উদঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতির। পাশাপাশি মৃতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিতে নির্দেশ দেন তিনি। এদিন প্রধান বিচারপতি বলেন, "তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত। নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন, ওতে অনেক ক্লু আছে। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত। জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ghatal Flood: ভাসছে ঘাটাল, জলের তলায় চাষের জমি, থানা থেকে সরানো হচ্ছে নথি