সোমনাথ দাস, ঘাটাল: নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। 


 



জলের তলায় ঘাটাল: প্রবল বৃষ্টি আর তাতেই মাথায় হাত ঘাটালবাসীর। বছর আসে বছর যায় কিন্তু বদলায় না ঘাটালের জলছবি। নিম্নচাপের বৃষ্টিতে ফের আতঙ্কে ঘাটালের বাসিন্দারা। নৌকা অথবা ডিঙিই একমাত্র ভরসা ঘাটালবাসীর। ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই ও বাগুই নদীর জল বাঁধ উপছে গ্রামে ঢুকছে। বহু বাড়িতেও জল ঢুকেছে। দুর্বল বাঁধ যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। ঘাটাল থানা ও ঘাটাল পুরসভা জলের তলায়। ঘাটাল থানায় এক মানুষ জল। ইতিমধ্যেই ঘাটাল থানার গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে অন্যত্র থানা বা অন্য কোথাও সরিয়ে অস্থায়ীভাবে থানার কাজ চলছে। বন্যার জল বাড়ায় চরম সমস্যায় পড়েছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। গতকাল ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল সাংসদ দেব। বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠকও সারেন তিনি। 


ঝাড়খণ্ডের একাংশ ও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC. এর ফলে দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে দেড় লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ জল ছাড়ার পরিমাণ দেড়লক্ষ কিউসেক ছাড়িয়ে গেছে। এদিকে বীরভূমের লাভপুরের পাথরঘাটা ব্রিজের কাছে কুয়ে নদীর জল বাড়ায় পারাপার করতে গিয়ে একজন ভেসে যান। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে মাঝ নদীতে গাছের ওপর চারজনের সন্ধান পায় পুলিশ। ৭ ঘণ্টা আটকে থাকার পর, ৩ ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। ইলামবাজারে গোল্টে গ্রামের কাছে শাল নদীর ওপর সেতু পারাপার করতে গিয়ে ভেসে যান দুই বাইক আরোহী। ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাইক ভেসে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: West Midnapore Flood: বিপদসীমার উপরে বইছে শিলাবতী, ভাঙল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা