ঝিলম করঞ্জাই, কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square Durga Puja 2023) পুজোয় দর্শনার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (BJP Councilor Sajal Ghosh)। বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের দিক থেকে আসা দর্শনার্থীদের আটকে দেওয়ার অভিযোগ। আপাতত বিশৃঙ্খলার ছবি। গেট বন্ধ করা হয়নি, দর্শনার্থীদের ঘুরিয়ে দেওয়া হয়েছে, জানাল লালবাজার।
কেন অভিযোগ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ঢোকার যে গেট, সেটা বিকেল সাড়ে চারটে থেকে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, 'ওভারক্রাউডিং' বা মাত্রাতিরিক্ত দর্শনার্থীর ভিড় হওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়। যাঁরা ওই গেট দিয়ে ঢুকবে বলে এসেছেন, তাঁদের সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেকে একটি নির্দিষ্ট পথ দিয়েই ঢুকতে পারেন। যদিও লালবাজার একটু পরেই জানায়, গেট বন্ধ করা হয়নি। শুধু দর্শনার্থীদের ঘুরে যেতে বলা হয়েছে। অর্থাৎ মণ্ডপে অন্য দিক দিয়ে যেতে বলা হচ্ছে তাঁদের। যদিও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, 'বেখাপ্পা সময়, সন্ধিপুজোর সময়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যদি বিকেল সাড়ে চারটের ভিড় কেউ নিয়ন্ত্রণ না করতে পারে, তা হলে ভোর চারটের সময় তারা স্ট্যান্ড ডাউন করে কী ভাবে চলে যায়?' পুলিশের তরফে যে দর্শনার্থীদের ঘুরে যেতে বলা হয়েছে, সে কথা বিজেপি কাউন্সিলরকে বলা হলে তিনি সেই দাবিও পত্রপাট খারিজ করে দেন। বলেন, 'কোথাও ঘোরানো হচ্ছে না। ঘোরানো হলে তার রোডম্যাপ থাকবে, পথনির্দেশ থাকবে। তার রেইকি কোথায় করেছে?' তবে কি প্রশাসনের তরফে পরিকল্পনার অভাব রয়েছে বলে মনে করছেন সজল ঘোষ? 'এটাই পরিকল্পনা, এটাই প্ল্যান। এই ভাবেই পুজোয় বাধা দেব।' তবে সকল পুলিশকর্মী যে এরকম নন, সেটাও মনে করিয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলর। তাঁর মতে, 'একশ্রেণির পুলিশকর্মী রয়েছেন যাঁরা অমানুষিক পরিশ্রম করছেন।' অর্থাৎ নির্দিষ্ট একাংশের প্রতিই তাঁর অভিযোগ।
পুলিশের অবশ্য স্পষ্ট বক্তব্য। বিপুল ভিড়ের চাপে দর্শনার্থীদের বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঘুরে যেতে বলা হচ্ছে। প্রসঙ্গত, পুজো উদ্বোধনের পর থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন। যত দিন গড়িয়েছে, তত বেশি মানুষ জমায়েত হয়েছে রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে।
আরও পড়ুন:কুণাল ঘোষের পাড়ার পুজোয় অঞ্জলি রাজ্যপালের, হল আলাপচারিতাও