ভুবনেশ্বর: সমর্থকদের পুজোর উপহার দিতে না পেরে মনমরা ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal) স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের ‘হোম’ ম্যাচে লাল-হলুদ বাহিনী যে ভাবে এগিয়ে গিয়েও ১-২-এ হেরে গেল, তার পরে কোচের দুশ্চিন্তাগ্রস্ত হওয়াই স্বাভাবিক। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে কোচের কথায় তারই প্রতিফলন।
এ দিন এফসি গোয়ার বিরুদ্ধে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরে দু’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে ১-২-এ হেরে মাঠ ছাড়তে হল লাল-হলুদ বাহিনীকে। গত ম্যাচেও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও হার মানে ইস্টবেঙ্গল। গত মরশুমে এ ভাবে ১১ পয়েন্ট খুইয়েছিল তারা। কোচ ও দলে আমূল পরিবর্তন এলেও মনে হচ্ছে তাদের সেই রোগ এখনও সারেনি।
সাংবাদিক বৈঠকেও সে কথাই স্বীকার করে নিলেন কুয়াদ্রাত। বলেন, “প্রথমার্ধে আমরা ভালই খেলছিলাম। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রাখার জন্য আমরা আমাদের রক্ষণকে আরও সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা সহজেই বলের নিয়ন্ত্রণ হারাতে শুরু করি। প্রতিপক্ষকে ম্যাচ নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দিই আমরাই। নিশু, বোরহা, সল-রা ওদের আটকানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি। কিন্তু একটা সেট পিসেই সব চেষ্টা বিফলে যায়। পরের মিনিটেই ফের গোল আরও দুর্ভাগ্যজনক”।
কিন্তু কেন এমন বারবার হচ্ছে? এর ব্যাখ্যা দিয়ে ইস্টবেঙ্গলের কোচ বলেন, “আমাদের দলে আসলে অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে। এই হারটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। বেঙ্গালুরুতে শেষ ম্যাচেও এ রকম হয়েছিল। আমাদের মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে এই কঠিন দলগুলোর বিরুদ্ধে ভাল খেলতে পারি”।
গত মরসুমেও লাল-হলুদ বাহিনীর একাধিক ম্যাচে বারবার এমন হয়েছিল। সে বার জেতার জায়গায় গিয়েও মোট ১১ পয়েন্ট খোয়ায় তারা। এ বারেও সমর্থকেরা সেই অশনি সঙ্কেতই দেখতে পাচ্ছেন যেন। তবে কোচ তাঁদের আস্বস্ত করার চেষ্টা করে বললেন, “এ বার নতুন কোচ আসার ফলে দল নতুন কৌশলে খেলছে। তাই সব কিছু গতবারের মতোই হবে, এমন ভাবার কোনও কারণ নেই। আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। আমরা ভাল ফল করেও কেন তা ধরে রাখতে পারছি না, তার কারণ আমাদের কাছে খুবই পরিষ্কার। তাই সেগুলো নিয়ে এর পরে আমরা কাজ করব”।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই ভুলগুলো শোধরাতে হবেই। গত ম্যাচে একটা পেনাল্টি আমাদের শেষ করে দিয়েছিল, এই ম্যাচে একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেলাম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না”।
এর পরেও ফের লম্বা ছুটি পাচ্ছেন লাল-হলুদ ফুটবলাররা। কারণ, পরবর্তী ম্যাচ আগামী মাসে ৪ তারিখে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখনও আমাদের হাতে দু’সপ্তাহ সময় আছে। পরের ম্যাচ আমরা ঘরের মাঠেই খেলব কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। তার আগে নিজেদের সমস্যাগুলো নিশ্চয়ই মিটিয়ে নিতে পারব আমরা”।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন