আবীর ইসলাম, বীরভূম: হস্টেল খোলার দাবিতে ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। সকাল থেকে সেন্ট্রাল অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। হস্টেল খোলা ছাড়াও, একাধিক দাবিতে সরব তাঁরা। পড়ুয়াদের আটকাতে বন্ধ করে রাখা হয়েছিল ভাষা ভবনের মূল ফটক। তা টপকেরই ভিরে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।


নিজেদের দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় অফিস (Visva-Bharati University Protest) থেকে মিছিল করে ভাষা ভবন পর্যন্ত যান পড়ুয়ারা। কিন্তু সেখানে ফটক বন্ধ ছিল। তাতে পিছু না হটে, ফটক টপকেই ভাষা ভবনের ভিতরে ঢোকেন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। তাঁদের হাতে ছিল পোস্টার এবং ব্যানারও।


সেন্ট্রাল অফিসের সামনে বলাকা ফটকের সামনেও একদফা বিক্ষোভ দেখান পড়ুয়ারা (Birbhum News)। আরবী ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম শুরুরও দাবি জানিয়ে ওই বলাকা ফটকের সামনেই এ দিন বিক্ষোভ দেখান আশেপাশের বিভিন্ন স্কুল এবং হাই মাদ্রাসার পড়ুয়ারা। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যদিও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বিক্ষোভ ঠেকাতে সকাল থেকে বলাকা ফটকের সামনে মোতায়েন রয়েছেন নিরাপত্তা কর্মীরা।


আরও পড়ুন: Kolkata: সবজির দামবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের


হস্টেল খোলার দাবিতে এর আগে গত সপ্তাহেও দফায় দফায় বিক্ষোভ দেখান বিশ্বভারতীর পড়ুয়ারা। করোনায় দীর্ঘ দিন পঠন-পাঠন বন্ধ থাকার পর, এখন যখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সময় হস্টেল কেন খোলা হচ্ছে না প্রশ্ন তোলেন তাঁরা। হস্টেলে না তাকতে পেরে পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন।  কিন্তু তার পরেও কর্তৃপক্ষ এ নিয়ে কোনও গরজ দেখাননি বলে অভিযোগ। তাতেই এ দিন ফের নতুন করে বিক্ষোভ শুরু হয়।


রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ৩ ফেব্রুয়ারি থেকে খুলে গিয়েছে বিশ্বভারতী (Visva-Bharati Hostel)কিন্তু আনন্দ পাঠশালা এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পঠনপাঠন শুরু হলেও হস্টেল এখনও বন্ধই রয়েছে। তাতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। তাই হস্টেল খোলার দাবিতে সরব হয়েছেন তাঁরা।