কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) দায়ের করা মামলার শুনানি শেষ। তবে শুনানি শেষ হলেও, আপাতত রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সমন খারিজের দাবি জানিয়ে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। 


আগামী ৫ সেপ্টেম্বর রায় শোনাবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ


কলকাতা হাইকোর্টে ইডি-র ইসিআইআর খারিজের দাবিতে মামলা করেন অভিষেক। সোমবার সেই মামলার শুনানি শেষ হল। তবে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রায় শোনাবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ডেকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা, নাকি ইসিআইআর সমন খারিজ হবে, ওই দিনই মিলবে উত্তর।


ইতিমধ্য়ে নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেও হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বরং সেই প্রেক্ষাপটে ইডি-র ইসিআইআর এবং সমন খারিজের জন্য় কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।


আরও পড়ুন: সমকামিতা নিয়ে কটাক্ষ, নারীবিদ্বেষী পোস্ট! যাদবপুরের নয়া উপাচার্যের বিরুদ্ধে সরব তৃণমূল, যোগ্যতায় প্রশ্ন CPM-এরও


বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে এর আগে, ইডি-র আইনজীবী জানান, অভিষেক আজ হয়ত অভিযুক্ত নন, কিন্তু কাল হতেও পারেন। তিনি কি এতই প্রভাবশালী যে তাঁকে সমন পাঠানো যাবে না, প্রশ্ন তোলেন আইনজীবী। এর পাল্টা অভিষেকের আইজীবী সওয়ালে বলেন,"কোনও FIR বা চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। হঠাৎ করে এই দুর্নীতিতে কোথা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভেসে উঠল? আর ইডি-ও সক্রিয় হয়ে উঠল? এটা কী ধরনের তদন্ত?"


বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল


তাতে আদালতে আরও সুর চড়ান ইডি-র আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, "এই ধরনের পদক্ষেপ আদতে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার জন্যই করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কার কারণে তদন্ত বন্ধ করে দেওয়া যায় না।" সমন খারিজের দাবিতে আবেদন জানানোয় বিরোধীরা যদিও কটাক্ষ করেছেন। কেন ভয় পাচ্ছেন অভিষেক, প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এই আবহে ৫ সেপ্টেম্বর অভিষেকের দায়ের করা মামলার রায়ের দিকেই তাকিয়ে সকলে।