ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম:  রবিবার বিশ্বভারতীর মারাঠি বিভাগের একটি অনুষ্ঠানে পোশাক বিধি না মেনে অতিথি বরণ করা নিয়ে  উত্তাল বিশ্বভারতী। উপাচার্যর সামনে পোশাক-বিধি ভেঙে কীভাবে ছাত্র-ছাত্রীরা অতিথি বরণ করলেন তাই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়াদের একাংশ।  পরিস্থিতি সামলাতে এবার লিখিত ভাবে ক্ষমা চাইলেন ভারপ্রাপ্ত উপাচার্য।


বিতর্ক কী নিয়ে  


বিশ্বভারতীর যে কোন অনুষ্ঠানে অতিথি বরণের অনুষ্ঠানে সাদা পোশাক পরে আসতে হয়। এ রীতি বহুদিনের। এই ঐতিহ্য মেনে চলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ। এ বিষয়ে প্রতিষ্ঠান এতটাই কড়া যে,  ২০২২ সালে বিশ্বভারতীর শিল্প উৎসবে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি নীল পাঞ্জাবি পরে আসায় তাকে মঞ্চে বসার অনুমতি দেননি তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে বাবাসাহেব ভীমরাও অম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠান পালনের সময়  বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী জিন্স এবং শার্ট পরে স্টেজে উঠে অতিথিদের বরণ করেন। সেই সময় স্টেজে বসে ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক।  আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী এবং আশ্রমিকদের একাংশ। উপাচার্যের সামনে কীভাবে এমন ঘটল, এবং তা ঘটতে দেওয়া হল কেন, তাই নিয়ে ওঠে প্রশ্ন।


আশ্রমিকদের একাংশের আপত্তি এতটাই প্রবল জায়গায় গিয়ে পৌঁছায় যে, সোমবার লিখিত ভাবে ক্ষমা চান উপাচার্য। তিনি লেখেন, ১৪ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোশাক-বিধি থেকে বিচ্যুতির একটি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছেন তিনি। সেই সঙ্গে  সবার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে লেখেন, ' আশা করা যায়, ভবিষ্যতে, অনুষ্ঠানের আয়োজকরা এই ধরনের বিচ্যুতির পুনরাবৃত্তি যাতে না হয় তা সুনিশ্চিত করবেন।' 


 রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বভারতীর মারাঠি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের এসসি-এসটি সেল। বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ মঞ্চে তিনজন অতিথি উপস্থিত ছিলেন।  তাঁদের বরণ করেন এক ছাত্রী । তাঁর পরনে ছিল ছাপা জামা এবং জিন্সের প্যান্টস । অপর এক ছাত্র পরেছিলেন সাদা শার্ট এবং জিন্সের প্যান্টস। এই বিষয়ে আশ্রমিক অনিল কোনার বলেন, বিশ্বভারতীর যে কোন অনুষ্ঠানে অতিথি বরণে সাদা পোশাক পরে আসাই নিয়ম । যা হয়েছে দু:খজনক।


এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, অতিথি বরণে ছেলেদের সাদা পাজামা, পাঞ্জাবি এবং মেয়েদের সাদা শাড়ি বা সাদা সালোয়ার কামিজ পরা নিয়ম। এই  ঐতিহ্য ভঙ্গে উপাচার্য দু:খিত। 


আরও পড়ুন : 


দুপুরে অসহ্য হবে গরম, কোন কোন জেলায় বেশি গরমের আশঙ্কা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।