সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ (উত্তর দিনাজপুর): টাকা দিয়ে পেট্রোল (Petrol) কিনে মিলছে জল! ইথানল (Ethanol) মিশ্রিত পেট্রোলের কারণে তা জলের সংস্পর্শে এসে পুরোটাই জলে পরিণত হচ্ছে, আর তাতে নষ্ট হচ্ছে বাইকের যন্ত্রাংশ। এমনই অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে। এতে পাম্প কর্তৃপক্ষ দায়ী নয় বলে নোটিশ। ক্ষুব্ধ সাধারণ মানুষ, পেট্রোলিয়াম মন্ত্রকে অভিযোগ জানাচ্ছেন সাংসদ দেবশ্রী চৌধুরী (Debasree Chowdhuri)।


বিগড়ে যাচ্ছে বাইক: মাঝরাস্তায় কখনও বিগড়ে যাচ্ছে বাইক! কখনও আবার বাইকের ট্যাঙ্ক ফুটো হয়ে পড়ে যাচ্ছে পেট্রোল! অভিযোগ, রায়গঞ্জের (Raiganj) বিভিন্ন পাম্প থেকে কেনা পেট্রোল বাইকে ভরলেই হয়ে যাচ্ছে জল! ফলে রাস্তায় বেরিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বাইক আরোহীরা। 


উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে ভুক্তভোগী ও বাসিন্দা প্রীতম ঘোষের কথায়, কিছুটা বাইক চালানোর পর বন্ধ হয়ে গেছে। মেকানিককে দেখালে ট্যাঙ্ক খুলে উনি দেখেন তেলগুলো সব জল হয়ে যাচ্ছে। এর জন্যই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বিষয়টি সরকার দেখুক। গত কয়েকদিনে একই সমস্যা নিয়ে প্রচুর বাইক আসছে বলে জানাচ্ছেন মোটর মেকানিকরাও।


গ্যারাজ মালিকের বয়ান: উত্তর দিনাজপুর রায়গঞ্জের মোটর গ্যারাজের মালিক বাপী চক্রবর্তীর কথায়, গত কয়েকদিন এরকম ৩০ থেকে ৩৫টি বাইক একই সমস্যা নিয়ে এসেছে। এর ফলে কিছু বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। ট্যাঙ্ক ফুটো হয়ে যাচ্ছে।


স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জের প্রায় সবকটি পেট্রোল পাম্পেই এখন বিক্রি হচ্ছে ইথানল মিশ্রিত পেট্রোল। ইথানল মিশ্রিত সেই পেট্রোল কোনওভাবে জলের সংস্পর্শে এলেই জ্বালানি পরিণত হচ্ছে জলে। যদিও বিষয়টি নিয়ে রায়গঞ্জের প্রতিটি পেট্রোল পাম্পেই নোটিস দিয়েই দায় ঝাড়ার চেষ্টা করা হচ্ছে।  


ওই পেট্রোল পাম্পের ম্যানেজার সঞ্জিত সাহার কথায়, যে তেল কোম্পানির পাঠাচ্ছে আমরা সেটাই বিক্রি করছি। কোম্পানি থেকেই ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে। এতে ইঞ্জিনের ক্ষতি হলে পাম্প কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এমন সাবধানতা উল্লেখ করে নোটিসও দেওয়া রয়েছে। পরিবেশ বাঁচাতেই পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।


রায়গঞ্জ পলিটেকনিক কলেজের লেকচারার পার্থ মিশ্রের কথায়, পরিবেশকে বাঁচাতেই ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে। বাইকে কোনওভাবে জল থাকলে তবেই ক্ষতি হবে, না হলে কোনও সমস্যা হবে না কিন্তু লিটারপিছু ১০৬টাকা কেনা পেট্রোল বাইকে ভরে যদি ইঞ্জিনের ক্ষতি হয় তাহলে এই সিদ্ধান্ত কেন? বিষয়টি নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ।


দেবশ্রী চৌধুরীর বয়ান: এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, এই বিষয়টি জানা নেই। নিশ্চয়ই এই তেল শুধু রায়গঞ্জে বিক্রি হচ্ছে না। সব জায়গাতেই হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে সাংসদ হিসেবে মানুষের অভিযোগ পৌঁছে দেওয়া হবে। দ্রুত ইথানল মেশানো পেট্রোল বিক্রি বন্ধ হোক, দাবি তুলছেন রায়গঞ্জবাসী।


আরও পড়ুন: SSC: রঞ্জন-রহস্যভেদে তৎপর সিবিআই, এফআইআর দায়ের করে শুরু তদন্ত