সুনীত হালদার, হাওড়া: জরুরি পরিষেবা। আর সেই জরুরি জল পরিষেবাই বৃহস্পতিবার হাওড়ার (Howrah) বেলগাছিয়া, ভাগাড়ে বন্ধ থাকতে চলেছে বেশ কিছুক্ষণ। জানা গিয়েছে, পাইপ লাইনে কাজের জন্য আজ অর্থাৎ ২ জুন ওই এলাকায় সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাথমিকভাবে জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে হাওড়া পুরসভার পক্ষ থেকে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩ জুন শুক্রবার সকাল ৬টা থেকে জল সরবরাহ সঠিক হবে। স্থানীয় বাসিন্দারা যদিও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এতটা দীর্ঘ সময় তাঁদের জলের সমস্য়ায় পড়তে হবে। 




গ্রামজুড়ে পাইপ লাইন, তবুও নেই জল


সরকারি প্রকল্পে পানীয় জলের পাইপলাইন (drinking water pipeline) গ্রাম জুড়ে বসলেও, একমাত্র জল পাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য (TMC Panchayat Member)। এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগেই চাঞ্চল্য ছড়িয়েছিল হাওড়ায় (Howrah)। এই ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। বিতর্কের মুখে সাফাই দিয়েছেন শাসক নেতা।  


হাওড়ার জগৎবল্লভপুরের কমলপুর মিদ্যেপাড়ায় পঞ্চায়েতের তরফে গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বসানো হয়েছে সাব মার্সিবল পাম্প।কিন্তু কোনও গ্রামবাসীই এখনও জল পাচ্ছেন না। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও পৌঁছয়নি জল। অথচ আশ্চর্যজনক ঘটনা হল, জল শুধুমাত্র পৌঁছেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের সদস্যের বাড়িতে। আর এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন। 


স্থানীয় সূত্রে খবর, গ্রামের প্রতিটি বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় স্থানীয় পঞ্চায়েত। পঞ্চায়েতের টাকাতেই প্রায় ৬ মাস আগে গ্রামে সাব মার্সিবল পাম্প বসে। কিন্তু ওই পর্যন্তই। অভিযোগ, বাকি কাজ আর এক কদমও এগোয়নি।


গোটা গ্রামে যখন এই ছবি, তখন দিব্যি পানীয় জল পাচ্ছেন জগৎবল্লভপুর এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবুল ফারাক মিদ্যে। কিন্তু কী করে? তা নিয়ে অবশ্য অদ্ভূত যুক্তি দিয়েছেন শাসক নেতা।