কলকাতা: বিজেপি থেকে তৃণমূলে ফেরার আগে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তিন জনজাতি মহিলাকে। সেই নিয়ে ঢের বিতর্ক হয়েছিল বঙ্গ রাজনীতিতে। বিষয়টি পৌঁছে যায় জাতীয় তফসিলি উপজাতি কমিশনেও। এ বার রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) দলবদলকারীদের শুদ্ধকরণের সপক্ষে কথা বললেন। তৃণমূল (TMC) থেকে কেউ বিজেপি-তে (BJP) আসতে চাইলে, গঙ্গাজল, গোমূত্র খাইয়ে, শুদ্ধকরণ করে তবেই নেবেন বলে জানালেন।
বিজেপি-তে আসতে ইচ্ছুক লোকজনের জন্য শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত
সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে তপ্ত রাজ্য রাজনীতি। নিয়োগে দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারে নেতাদের নাম জড়ানোয় কোণঠাসা তৃণমূল। তার পাশাপাশি অভ্য়ন্তরীণ কলহ, গোষ্ঠীদ্বন্দ্বের খবরও উঠে আসছে নিত্যদিন। নেতৃত্বের বিরুদ্ধেই অনশন, ধর্নায় বসার হুঁশিয়ারি দিচ্ছেন জেলাস্তরের নেতা-নেত্রীরা। সেই আবহেই বিজেপি-তে আসতে ইচ্ছুক লোকজনের জন্য শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত।
বৃহস্পতিবার সুকান্তকে বলতে শোনা যায়, "সবে তো খেলা শুরু হয়েছে। তৃণমূলের সবাই জেলে যাবে। দল বদলে কেউ বিজেপি-তে আসতে চাইলেই নেওয়া হবে না। যোগাযোগ করলেও পচা আলু নেব না আমরা। গঙ্গাজল, গোময়, গোমূত্র খাইয়ে শুদ্ধকরণ করে তারপর নেওয়া হবে।" নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কদের গ্রেফতারি প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন সুকান্ত। তাঁর কথায়, এর পর দেখবেন খেলা হবে গানটি আর কেউ চালাবেন না। বুঝতে পারেনি, গানটা সিরিয়াসলি নিয়ে নেবে সিবিআই।"
আরও পড়ুন: Tapas Mandal : 'অভিষেকের নাম ভাঙিয়ে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস মণ্ডল
এ নিয়ে যদিও সুকান্তকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, "শুন্দুকে চোর বলেছিল বিজেপি। নারদের ফুটেজ দেখিয়েছিল ওরাই। সিবিআই হয়েছে। এফআইআর-এ নাম রয়েছে শুভেন্দুর। ও প্রতিষ্ঠিত তোলাবাজ। তাহলে শুভেন্দুকে গোবর, গোমূত্র খাওয়ানো হয়েছিল তো?"
'খেলা হবে বার বার, জিতবে তৃণমূলই', সুকান্তকে জবাব কুণালের
'খেলা হবে' গান প্রসঙ্গে কুণালের বক্তব্য়, "খেলা হবে, বার বার হবে, বার বার জিতব আমরা। স্পষ্ট ভাবে যদি বলতে হয়, আমরা খেলা হবে বলছি, গণতন্ত্রের খেলা। মানুষের জন সমর্থন নিয়ে উন্নয়নের খেলা। কিন্তু সুকান্তর মন্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে, উনি বলছেন, সিবিআই খেলছে। সিবিআই তৃণমূলের দিকে খেলবে, আর শুভেন্দুকে দেখতে পাবেন না, তা কী করে হবে?"