কলকাতা: মতুয়া ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে দল। কিন্তু তা নিয়ে মন্তব্য করতে রাজি নন রাজ্য বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গোটাটাই দলের অভ্যন্তরীণ বিষয়। তাই নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার পক্ষপাতী বলে জানালেন তিনি।


দলের রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে সম্প্রতি বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন দলের পাঁচ মতুয়া (Matua) বিধায়ক। সোমবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি শান্তনু ঠাকুরও (Shantanu Thakur) রাজ্য বিজেপি-র সব গ্রুপ ছেড়ে বেরিয়ে যান।


সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত। মতুয়া ক্ষোভ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের মধ্যে আলোচনা করেই এর সমাধান করব।” তবে বিজেপি সূত্রে খবর, শান্তনু-সহ মতুয়া বিধায়কদের গোঁসার খবর দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছেছে। তাতে রাজ্য নেতৃত্বের অস্বস্তিতে বেড়েছে।


বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে দিলেও বিজেপি এবং কেন্দ্রের মন্ত্রিত্ব ছাড়া নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি শান্তনু। এবিপি আনন্দকে ফোনে তিনি বলেন, “এখন আর গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্বের মতুয়াদের প্রয়োজন নেই। মতুয়াদেরও প্রয়োজন নেই বিজেপি-কে। কী সিদ্ধান্ত নেব, তা সময় এলেই জানতে পারবেন সকলে।”


নিজের পরবর্তী পরিকল্পনার কথা না জানালেও, বিদ্রোহী পাঁচ বিধায়ক— সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীকে নিয়ে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করছেন শান্তনু। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: West Bengal News Live Updates : করোনা আক্রান্ত ১৪ জন ডাক্তারি পড়ুয়া, উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজও অতিমারির প্রকোপ


মতুয়া মন জয় করতে ২০২১-এর ঢের আগে থেকেই চেষ্টা-চরিত্র চালাচ্ছিল বিজেপি। তার জন্য কখনও বড় মা-র কাছে আশীর্বাদ নিতে ছুটে যেতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও মতুয়া ধামে ছুটে গিয়েছিলেন তিনি। তার ফলও মিলেছে হাতেনাতে। বনগাঁ, সহ রানাঘাটে শাসকদল তৃণমূলকে সরিয়ে লাভবান হয়েছে তারা। 


কিন্তু রাজ্য বিজেপি-তে সাম্প্রতিক রদবদলের পর থেকেই মতুয়া প্রতিনিধিদের সঙ্গে বিরোধ বেঁধেছে দলীয় নেতৃত্বের। দলের সাংগঠনিক ক্ষেত্রে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছেন না বলে অভিযোগ করেন মতুয়া সম্প্রদায়ের বিধায়ক-নেতারা। তার জেরে শান্তনুর ভাই সুব্রত ঠাকুর-সহ বেশ কয়েক জন সম্প্রতি বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন। 


কার্যতই এই গোটা পর্বে অস্বস্তিতে রাজ্য বিজেপি। এ নিয়ে তাঁদের কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, “মতুয়াদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেটা এখন প্রকাশ্যে।”