আসানসোল: তৃণমূলের (TMC) প্রতীকে লড়াই করে, আসানসোলে পুরনো দল বিজেপিকে, চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা (Satrughan Sinha)। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় অবশেষে পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে। কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। পরপর দু’টো লোকসভা ভোটে জেতা আসানসোলে এবার হারলেন বিজেপি প্রার্থী এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।


আসানসোলে জয়ী শত্রুঘ্ন সিন্হা: ভোটের ফল প্রকাশের শত্রুঘ্ন সিনহা বলেন, "এই জয়ের মুকুট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে। জয়ের কৃতিত্ব আসানসোলের জনতার। একইসঙ্গে এই জয়ের কৃতিত্ব এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও। প্রত্যেকের ভালবাসার কাছে আমি নতমস্তকে থাকব। প্রত্যেকের ইচ্ছার জন্যই আমি সামনে আসতে পেরেছি। এই চ্যালেঞ্জটা নিতে পেরেছি। নিজেদের থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে আমি বেশি খুশি।'' 


বিজেপি ছেড়ে তৃণমূলে প্রতীকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন বাবুল সুপ্রিয়। আর তাঁর ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রও, বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে। প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্রে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটের মার্জিনে জেতেন বাবুল। এবার উপনির্বাচনে তৃণমূল শুধু সেই কেন্দ্র ছিনিয়ে নিয়েছে, তা নয়। জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে।


আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে।তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। ২০১৯ থেকে আসানসোলে তৃণমূলের চমকপ্রদ উত্থান ঘটেছে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার সবক’টায় এগিয়ে ছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি।এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে। এবার আসানসোল লোকসভা আসনও ছিনিয়ে নিল ঘাসফুল শিবির।


আরও পড়ুন: Ballygunge Assembly By Election: কলকাতায় প্রথম জয়, তৃণমূলের হয়ে বালিগঞ্জে বিজয়ী বাবুল, কড়া টক্কর দিয়েও দ্বিতীয় সায়রা