আসানসোল: বিজেপির হাতছাড়া আসানসোল। আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিন্‍‍হা। আসানসোলে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন। হারের জন্য দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে ট্যুইট করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি লেখেন, “দুঃখিত, চেষ্টা করেছিলাম, কিন্তু আসনটি দিতে পারলাম না। বাংলায় গণতন্ত্রকে খুন করা হচ্ছে, আমার লড়াই চলবে’’


 






আসানসোলে জয়ী তৃণমূল: তৃণমূলের (TMC) প্রতীকে লড়াই করে, আসানসোলে পুরনো দল বিজেপিকে, চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা (Satrughan Sinha)। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় অবশেষে পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে। কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। পরপর দু’টো লোকসভা ভোটে জেতা আসানসোলে এবার হারলেন বিজেপি প্রার্থী এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।


এদিকে ভোটের ফল বেরনোর দিনও এড়ানো গেল না অশান্তি! পরাজিত বিজেপি প্রার্থী বেরিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে উঠল গণনাকেন্দ্র চত্বর। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গেটে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনা চলছিল। এদিন দুপুর পৌনে দুটো নাগাদ গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সামনেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক।  বিজেপি প্রার্থীকে দেখা মাত্র তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। তখনই তৃণমূল কর্মীদের দিকে ঘুরে যান অগ্নিমিত্রা পাল। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিজেপি প্রার্থীও। এরপর পুলিশ বিজেপি প্রার্থীর গাড়িকে বের করে দেওয়ার জন্য কর্ডন করে দেয়। বিজেপি প্রার্থীর গাড়ি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে রাস্তায় ওঠার সময় ফের উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের জমায়েতের দিক থেকে সেইসময় একটি ঢিল ও একটি জলের পাউচ উড়ে আসে। অগ্নিমিত্রা পালের গাড়ির পিছনেই থাকা একটি পুলিশের গাড়িতে সেই ঢিল লাগে।


আরও পড়ুন: WB By-Election 2022: প্রার্থীর ব্যক্তি পরিচয় বামেদের ভোট শেয়ার বাড়িয়েছে, মত সায়রা শাহ হালিমের