কলকাতা: ২ কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির (BJP) ভরাডুবির পর রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। ভোটের বিজেপির খারাপ ফলে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (BJP)। এদিন তিনি বলেন, “অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।''
রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর: জোড়া উপনির্বাচনে জোড়া জয় তৃণমূলের। ক্ষমতায় আসার পর প্রথমবার আসানসোল লোকসভা আসনে জিতল তৃণমূল। বিজেপির হাত থেকে আসানসোল আসনটি ছিনিয়ে নিল রাজ্যের শাসকদল। আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিন্হা। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়। আসানসোলে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন। বালিগঞ্জে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতলেন বাবুল। অন্যদিকে, বালিগঞ্জেও ধরাশায়ী বিজেপি। দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এল গেরুয়া শিবির। বালিগঞ্জে জোর লড়াই দিয়ে ২ নম্বরে উঠে এল বামেরা। আর এই ফলের জন্য সরাসরি রাজ্য নেতৃত্বকেই দায়ী করেছেন বিজেপি সাংসদ। ভিডিও বার্তায় তিনি বলেছেন, "তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আমরা ব্যর্থ হয়েছি। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টি ভাবা উচিত। যাদের বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফেরানোর কথা ভাবা উচিত।''
উল্লেখ্য, বালিগঞ্জে ২০ হাজার ২২৮ ভোটে জিতলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে বাবুলের প্রাপ্ত ভোট ৫১ হাজার ১৯৯। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০ হাজার ৯৭১ ভোট। জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি ও কংগ্রেসের। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১৩ হাজার ২২০ ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২১৮ ভোট। ভোট শতাংশের হিসেবে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫০ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম পেয়েছে ৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ১৩ শতাংশ, কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট।
আরও পড়ুন: By Poll 2022 Results: বিহারে জয়ী আরজেডি, ছত্তিশগড়ে জয়জয়কার কংগ্রেসের, দুই রাজ্যে ধরাশায়ী বিজেপি