কৌশিক গাঁতাইত, আসানসোল: শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করায় তৃণমূলকে কটাক্ষ করেন অর্জুন সিংহ (Arjun Singh)। পাল্টা, অর্জুন সিংহকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। "এটা ভাটপাড়া নয়, উল্টোপাল্টা কথা বললে মেরে ঠ্যাং ভেঙে দেব।'' উপ নির্বাচনের (WB By Election 2022) আগে অর্জুন সিংকে কার্যত হুমকি দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। গতকাল আসানসোল জেলা কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আসানসোল উপ নির্বাচনে বিজেপির সহ পর্যবেক্ষক অর্জুন সিং। সেখানে তিনি মন্তব্য করেন, "তৃণমূলের দুর্ভাগ্য বিহার থেকে প্রার্থীকে আনতে হয়েছে।'' এর প্রেক্ষিতেই তৃণমূল রাজ্য সম্পাদকের হুঁশিয়ারি, "ভাটপাড়ার মতো অশান্তি করলে মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার।'' দলে দর বাড়াতে এমন মন্তব্য, প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের। 


কটাক্ষের পাল্টা হুমকি। লোকসভা উপনির্বাচনের আগে উত্তাপ বাড়ছে আসানসোলে। ১২ এপ্রিল আসানসোলের উপনির্বাচন। তৃণমূল এখানে প্রার্থী করেছে শত্রুঘ্ন সিন্হাকে। সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। বুধবার, আসানসোলে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন উপ নির্বাচনে বিজেপির সহ পর্যবেক্ষক অর্জুন সিং। সেখানেই, শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করায় তৃণমূলকে কটাক্ষ করেন তিনি।


বিজেপি সাংসদ তথা আসানসোল উপনির্বাচনে সহ পর্যবেক্ষক অর্জুন সিংহ বলেন, “তৃণমূলের দুর্ভাগ্য বিহার থেকে প্রার্থীকে আনতে হয়েছে।‘’ অর্জুনের এই কটাক্ষের পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, “ভাটপাড়া ভেবে ঝামেলা করতে আসবেন না, ২০-২৫ জন কেন্দ্রীয় বাহিনীর নিয়ে এসে ঝামেলা করার চেষ্টা করবেন না, এটা আসানসোল, জবাব পাবেন। এটা শুভেন্দুকেও বলছি, অর্জুনকেও বলছি।‘’ এপ্রসঙ্গে অর্জুন সিংহের প্রতিক্রিয়া “দাশু আমার ভাইয়ের মত, এই কথাগুলো বলেছে দলে দর বাড়ানোর জন্য।’’ সব মিলিয়ে, উপনির্বাচন যত এগিয়ে আসছে ততই, আসানসোলের রাজনৈতিক আকচাআকচি বাড়ছে।


আরও পড়ুন: Jhalda Murder Update: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের পিছনে ‘বেটিং’? তদন্তে চাঞ্চল্যকর তথ্য