কলকাতাঃ রাজভবনে নির্দিষ্ট সময়েই এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেল ৪ টে বাজার সঙ্গে সঙ্গেই শপথ গ্রহণ করা শুরু করালেন ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন (Governor)। রাজ্য মন্ত্রিসভায় নতুন ৮ জন মন্ত্রীর অন্তর্ভুক্তি। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ,স্নেহাশিস চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। নতুন মন্ত্রীদের শপথগ্রহণের সময় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন।


সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই। সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডের প্রয়াণে মন্ত্রিসভার রদবদল হবে। সুব্রতদা মারা গিয়েছেন। সাধন পাণ্ডে মারা গিয়েছেন। পার্থদা জেলে রয়েছেন। এদের কাজগুলি কে করবেন।কাউকে না কাউকে তো কাজগুলি করতে হবে। অনেকগুলি দফতর ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে একা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়। আমরা একটা ছোট্টো রদবদল করব।' মুখ্যমন্ত্রী আরও জানান,' বর্তমান মন্ত্রিসভার ৪-৫ জনকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জন নতুন মুখ আসবেন।' 


আরও পড়ুন, ভাইপোকে বাঁচাতে পারবেন না, ফুচকা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন : শুভেন্দু


প্রসঙ্গত, একুশের বিধানসভার পর বাইশের লোকসভা উপনির্বাচনের আগে একাধিকবার ঘুরেছে, প্রয়াত মন্ত্রীদের সিটে আসবেন কারা ? এদিকে বালিগঞ্জ নির্বাচনে প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের আসনে তৃণমূলের হয়ে জয় আনেন বাবুল সুপ্রিয়ো। স্বাভাবিকভাবেই তাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাম বারবারই শিরোণামে এসেছে। তবে এদিন আরও একাধিক সম্ভাব্য মন্ত্রীর নাম উঠে এসেছে। কিন্তু কথা হচ্ছে, মন্ত্রসভায় এই ধারাবাহিক জল্পনায় মাঝেই ঘটে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ গ্রেফতার হওয়ার আগে এই রদবদলের ঘোষণা হয়নি। রাজ্য জুড়ে পার্থ কাণ্ডে পারদ চড়েছে। এদিকে এমনই স্পর্শকাতর পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী 'একটা ছোট্টো রদবদল করব' ঘোষণা করেন। দেখতে দেখতেই ৪৮ ঘন্টা পার। এদিন সেই কথা মতোই রাজভবনে শপথ নিলেন বাবুল-সহ বাংলার নতুন মন্ত্রীরা।