কলকাতা : বিচারবিভাগীয় কাজের জন্য অর্থ বরাদ্দ না হওয়ায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব। অর্থের কারণে বিভিন্ন আদালতের প্রচুর কাজ আটকে রয়েছে, কবে অর্থ বরাদ্দ হবে ?, রাজ্যের মুখ্যসচিবের কাছে জানতে চাইল আদালত।

আরও পড়ুন, কালী পুজোর পরেই উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য ফলপ্রকাশ ? কী জানালেন শিক্ষা সংসদের চেয়ারম্যান

এদিন বিচারপতি দে বসাক প্রশ্ন তুলে বলেন, 'সিসিটিভি বসানো এবং ফুটেজ সংরক্ষণ সংক্রান্ত কাজ প্রায় ২০২৪ থেকে আটকে আছে', আর কতদিন সময় লাগবে ? প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আরও বলেন, প্রধান বিচারপতির সঙ্গে শেষ কবে কথা হয়েছে ? জেলা আদালতের দিকে দেখুন, কীভাবে কাজ হচ্ছে দেখুন, মন্তব্য বিচারপতির। 

বিচারপতি আরও প্রশ্ন তুলে বলেন, প্রায় ১৭ কোটি টাকা দেওয়ার কথা ছিল, সেটা কী হল ? ধাপে ধাপে অর্থ বরাদ্দ হচ্ছে, আজই বিচার বিভাগকে ১০ কোটি টাকা দেওয়া হচ্ছে। 'কলকাতা হাইকোর্টে আরেকটি মেডিক্যাল ইউনিট করার কথা ছিল, সেটাও হচ্ছে না', কোনও আইনজীবী তো অসুস্থও হতে পারবেন না, মন্তব্য বিচারপতির। ৫৫ টি প্রকল্প বন্ধ রয়েছে, প্রিন্ট করার কার্টিজ নেই, আদালত কীভাবে চলবে ? প্রশ্ন বিচারপতির। অর্থ সমস্যা নয়, সাতদিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাচ্ছি যে কাজ কতদিনের মধ্যে শেষ করা সম্ভব হবে, জানালেন মুখ্যসচিব।