কলকাতা: নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একাধিক কর্মসূচি স্থগিত। ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একাধিক কর্মসূচি ছিল মমতার। সেই কর্মসূচি স্থগিত করা হল। ৩ জানুয়ারি গঙ্গাসাগরে সভা ছিল। সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখার কথা ছিল তাঁর। সেই সভাও স্থগিত রাখা হল। ৪ জানুয়ারি জয়নগরে সভা করার কথা ছিল। সেই সভাও আপাতত স্থগিত হয়ে গেল।

  


কী কারণে মমতার একাধিক কর্মসূচি স্থগিত রাখা হল, এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তৃণমূলের তরফেও কিছু জানানো হয়নি এ নিয়ে। তবে মমতার স্বাস্থ্য নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার কলকাতার এসএসকেম হাসপাতালে আবার দেখা যায় তাঁকে। পায়ের চোটের রুটিন চেকআপ ছিলই। এর পাশাপাশি ডান কাঁধে ছোট অস্ত্রোপচারও হয়। যদিও সেই নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee News)


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পায়ে আঘাত পান মমতা। তার পর এ বছর জুন মাসে জলপাইগুড়িতে দুর্যোগের মধ্যে পড়ে তাঁর হেলিকপ্টার। জরুরি অবতরণ করতে গেলে পায়ে এবং কাঁধে মমতা আঘাত পান। সেই সমস্যার দরুণই শুক্রবার এসএসকেএম যেতে হয়। তবে হাসপাতাল থেকে বেরনোর সময় সকলকে চিন্তা করতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন তিনি ঠিক আছেন বলে। সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানান।


আরও পড়ুন: WB New Chief Secretary: রাজ্য প্রশাসনে ফের রদবদল, নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা, রাজ্যপালের সরানো নন্দিনী হলেন স্বরাষ্ট্রসচিব


মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে এই উদ্বেগের মধ্যেই রবিবার বিস্ফোরক দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "দু'টো মিটিংয়ের খবর নিন। গতকাল ২টো ৫৫ মিনিটে পিজি হাসপাতালে সুপারের দফতরে বসেছিলেন। সেখানে স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল সন্ধে ৭টা পর্যন্ত ছিলেন। আমার কাছে নির্দিষ্ট খবর আছে যে, সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সেখান থেকে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ইন্টারকমে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।"


এর পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও একদফা আলোচনা হয় বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, "দ্বিতীয় মিটিং সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। তিনি ছিলেন, তাঁর ভাইপো ছিলেন এবং নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানে আলোচনা হয়েছে, বাংলায় কী উপায়ে লোকসভা নির্বাচনে ভোট লুঠ করা যেতে পারে, সেই নিয়ে।" এ নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল। 


শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল বলেন, "সর্বৈব কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যাচার...এর কী জবাব হতে পারে! যা মুখে আসছে, একটা দিশাহীন... সব জায়গায় এই ধরনের কথা বলছে। একটা রুটিন চেকআপ এবং ছোট চিকিৎসা ছিল। সেটি সেরে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে এত মিথ্যাচার! এক সময়ে এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে থেকে নিজের এবং পরিবারের লোকেদের একের পর এক রাজনৈতিক প্রতিষ্ঠা, পদ, ক্ষমতা ইত্যাদি। তার পর এত মিথ্যাচার, ভগবান ক্ষমা করবেন না।"