নয়াদিল্লি: দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ২৭০। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৭৩।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩২৫ জনের। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হন ২২ হাজার ২৭০ জন।
সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৮০ হাজার ১৬৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ৩৩৭।
করোনার প্রকোপ গতমাসের চেয়ে কিছুটা কমলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সব নাগরিকেরই টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও যাতে টিকাকরণ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন তৈরি হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।
গত মাসে আইসিএমআর জানিয়েছে, এক গবেষণায় দেখা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত হওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, পরবর্তীকালে তা শুধু ওমিক্রন নয়, রুখে দিতে পারে করোনার যে কোনও ভ্যারিয়েন্টকে। অন্যদিকে, সূত্রের খবর, দাম নির্ধারণের পর খুব শীঘ্রই খোলাবাজারে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে অনুমোদন মিলবে ডিসিজিআই-এর।