সন্দীপ সরকার, কলকাতা: বছর শেষে ফিরল করোনা আতঙ্ক (Corona Update)। রাজ্যে ৫ মাস পরে কোভিড আক্রান্তের মৃত্যু। সিএমআরআই হাসপাতালে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু। 


ফিরল করোনা আতঙ্ক: বছর শেষে ফিরেছে কোডিড-আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের। বাকি ৫ জন পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও কেরলের বাসিন্দা।  গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯২ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭। এর মধ্যেই বুধবার দিল্লিতে প্রথমবার এক আক্রান্তের শরীরে মিলেছে JN.1 ভাইরাস। গতকাল পর্যন্ত দেশে ১০৯ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এদিকে এদিন ফের করোনা আক্রান্তের মৃত্যু হল এরাজ্যে। মৃত করোনা আক্রান্তের বাড়ি কলকাতাতেই। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আজই ভর্তি করা হয়েছিল CMRI হাসপাতালে। করোনা রিপোর্ট আসার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, সেপটিস শকে চলে গিয়েছিল রোগী, ছিল কোমর্বিডিটি। বয়সজনিত সমস্যার সঙ্গে কিডনিরও সমস্যাও ছিল। 


ফের চোখ রাঙাচ্ছে করোনা: বছর শেষে হঠাৎ কোভিডের হানা। বর্ষবরণের আগে তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও। করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে গত সপ্তাহে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকের পরে, রাজ্যের তরফেও বৈঠকের আয়োজন করা হয়। একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে,করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই, রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে, হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, রাজ্য প্রশাসনও, প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Jalpaiguri News: চা বাগান সংলগ্ন এলাকা থেকে চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য ডুয়ার্সে