কলকাতা: ফের বাড়ল কোভিড পজিটিভ কেস। গত কয়েক দিন আগেও সংক্রমণের সংখ্যাটা ছিল দেড়শোর নিচে। কিন্তু ফের উদ্বেগ বাড়িয়ে কোভিড কেস তিনশো ছুঁইছুঁই। রাজ্যে কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive) ফের বেড়ে দাঁড়িয়েছে ২৮০ জনে। গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ২৭৫ জন । যেখানে গত ৭২ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ২২৯ জন। গত ২৪ ঘন্টায় এবারেও কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের।
রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১ হাজার ৮৭২ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৪৯। তবে পজিটিভিটি রেট তুলনায় কমল বাংলায়। গত ৭২ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ৩.০৩ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় তা হয় ৩.৪১ শতাংশ। এবার তা গিয়ে দাঁড়াল ৩. ১৯ শতাংশে। তবে সম্প্রতি সুখবর দিয়েছিল বাংলার স্বাস্থ্য দফতর। কিছুদিন আগে কোভিডে মৃত্যু শূন্য হয়েছিল সারা বাংলা। কিন্তু এই মুহূর্তে ফের একই জায়গায় দাঁড়িয়ে। গত ২৪ ঘন্টায় ফের করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।
আরও পড়ুন, 'শুধু তৃণমূল নাকি ? বাম জমানার লোক সরকারি চাকরি করছে না ?', কল্যাণ ইস্যুতে বিস্ফোরক কুণাল
প্রসঙ্গত, রাজ্যে একাধিকবার কোভিড মৃত্যু শূন্য হওয়ার পর ফের পরিবারের একের পর এক প্রিয়জনকে হারাতে দেখেছে বাংলা। অর্থাৎ বারে বারে সেই 'শেষ হয়েও হইল না শেষ', ছন্দে ফিরছে। সবথেকে বড় কথা সামনে পুজো। মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার আগে কেনাকানি করতেও যথেষ্ট ভিড় হচ্ছে বাজারঘাটে। এসি মলগুলিতেও বেশ ভিড়। কেনাকাটি সেরে এসি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে বাড়ি ফিরছে প্রায় সবাই। তবে সবার কাছেই মাস্ক আছে। কারও পকেটে, কিংবা কারও নাকের নিচে। অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ছবি উঠে আসছে রাজ্যে। এদিকে আবার তার সঙ্গে দোসর ডেঙ্গি। তাই চিন্তার আর শেষ নেই রাজ্যের স্বাস্থ্য দফতরের।