সন্দীপ সরকার, কলকাতা: উৎসবের মরশুমে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। দক্ষিণবঙ্গের ১৬টি জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৮১৮ জন। ১১ অক্টোবর পর্যন্ত, গোটা রাজ্যে আক্রান্ত প্রায় ৬২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ।
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি: রাজ্য়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি।একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। হাসপাতালে বেডের জন্য় হাহাকার। গত সপ্তাহে স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান সামনে এনেছে, সেই অনুয়াযী, শহরের তুলায় গ্রামে এবার ডেঙ্গির সংক্রমণ বেশি। গত সপ্তাহে গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় ছিল ৩১ হাজার, সেখানে শহরাঞ্চলে ২০ হাজারের কাছাকাছি। গত তিন সপ্তাহে মোট আক্রান্তের ৬৪ শতাংশ গ্রামের বাসিন্দা, ৩৬ শতাংশ শহর এলাকার বাসিন্দা। উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৩ হাজার ৭১৬ জন। ২ নম্বরে কলকাতা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪৯। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২।
এদিকে ভয়াবহ এই পরিস্থিতির মধ্য়ে, কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছে ICMR। নভেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে ডেঙ্গি ভ্য়াকসিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্য়াল ট্রায়াল। ICMR ও প্যানাসিয়া বায়োটেক লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ডেঙ্গির ভ্য়াকসিন। সূত্রের খবর, তারই ক্লিনিক্য়াল ট্রায়াল শুরু হচ্ছে নভেম্বরে। ICMR সূত্রে খবর স্বেচ্ছাসেবক ১০ হাজার ৫০০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক ভ্য়াকসিন।১৮ উর্ধ্বদের দেওয়া হবে ট্রায়াল ডোজ। ১ বছর ধরে চলবে ট্রায়াল। ৪ দফায় তাঁদের রক্তপরীক্ষা করে দেখা হবে, কতটা অ্য়ান্টিবডি তৈরি হল। স্বেচ্ছাসেবকদের প্রথমে ট্রায়ালের জন্য় নাম লেখাতে হবে। এরপর সেরোটাইপিং করা হবে। অর্থাৎ, অতীতে তাঁরা কখনও ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কিনা, তা দেখা হবে। হয়ে থাকলে, শরীরে কতটা অ্য়ান্টিবডি তৈরি হয়েছে, তা দেখা হবে। কোন সেরোটাইপে আক্রান্ত দেখা হবে তাও।
ডেঙ্গির মূলত ৪ টি সেরোটাইপ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ৪টি সেরোটাইপের মধ্য়ে এবছর সবথেকে বেশি দাপট দেখাচ্ছে ডেনভ্ থ্রি।ইতিমধ্য়েই স্বাস্থ্য় ভবনের তরফে ডেঙ্গি আক্রান্তদের নমুনা নাইসেডে পাঠানো হয়েছে। নাইসেড সূত্রে খবর, নমুনা পরীক্ষায় দেখা গেছে ৭৫ শতাংশই DENV-3 ২০ শতাংশ DENV-2।বাকি ৫ শতাংশ DENV-1 ও DENV-4।ICMR সূত্রে দাবি, এরমধ্য়ে যেকোনও সেরোটাইপ হানা দিলেই নতুন ভ্য়াকসিন কাজ করবে।
আরও পড়ুন: Recruitment Scam: OMR শিট বিকৃতিকাণ্ডে অভিযুক্ত, নিয়োগ-দুর্নীতি মামলায় ফের গ্রেফতার